বিবাহ আইন নিয়ে বিতর্ক, মন্ত্রিসভা ভেঙে দিলেন ওয়াতারা

প্রস্তাবিত বিবাহ আইন নিয়ে বিতর্কের জের ধরে আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলেসান ওয়াতারা গত বুধবার তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। গত মঙ্গলবার মন্ত্রিসভায় ওই প্রস্তাব তোলা হয়েছিল। ওয়াতারার দল প্রস্তাবে সমর্থন দিলেও ক্ষমতাসীন জোটের প্রভাবশালী আরেক শরিক এতে বিরোধিতা করে।


এর পরিপ্রেক্ষিতেই ওয়াতারা মন্ত্রিসভা ভেঙে দেন।
আইভরিকোস্টের প্রচলিত বিবাহ আইন অনুযায়ী, স্বামীকেই পরিবারের প্রধান হিসেবে গণ্য করা হয়। পরিবারসংশ্লিষ্ট সব ধরনের সিদ্ধান্তে স্বামীর মতামতই প্রাধান্য পায়। এই আইনের সংস্কার করতেই নতুন আইনটির প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবে স্বামীর পাশাপাশি স্ত্রীকেও যৌথভাবে পরিবারের প্রধান হিসেবে গণ্য করার বিধান যুক্ত করা হয়েছিল।
ওয়াতারা মঙ্গলবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করেন। তাঁর দল র‌্যালি অব দ্য রিপাবরিকানস (আরডিআর) সমর্থন জানালেও জোটের অন্যতম শরিক দল ডেমোক্রেটিক পার্টি (পিডিসিআই) বিরোধিতা করে। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। প্রেসিডেন্টের মহাসচিব আমাদো গোন কোলিবালি বলেন, পিডিসিআই অপ্রত্যাশিতভাবে আইনটির বিরোধিতা করলে তা বাতিল হয়ে যায়। অনেকে মনে করছে, এ বিরোধিতা ক্ষমতাসীন জোটের দুই প্রধান শরিকের মধ্যে ফাটলের দিকেই ইঙ্গিত করে, যা দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ব্যাহত করবে। ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের (৪.৭ শতাংশ) চেয়ে বেড়ে এ বছর প্রায় দ্বিগুণ (৮.৬ শতাংশ) হয়েছে।
সূত্র : বিবিসি, ইয়াহু নিউজ।

No comments

Powered by Blogger.