এবারও নারীবিহীন সর্বোচ্চ কমিটি
চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে এবারও কোনো নারী নেতৃত্ব স্থান পাননি। নেই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বও। অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও পার্টির ১৮তম কংগ্রেসে নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটি শেষ পর্যন্ত পুরুষদের নিয়েই পলিটব্যুরোর স্থায়ী কমিটি নির্বাচন করল।
তিব্বতবিষয়ক নীতিনির্ধারণী সংস্থার সাবেক প্রধান ৬৭ বছর বয়সী লিউ ইয়ানদং কেন্দ্রীয় রাজনীতিতে বেশ সুপরিচিত। অনেকেই ধারণা করেছিলেন, পলিটব্যুরোর স্থায়ী কমিটিতে এবার প্রথমবারের মতো নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। সে ক্ষেত্রে ইয়ানদংই হবেন সেই ভাগ্যবতী। কিন্তু শেষ পর্যন্ত নারীশূন্যই থাকছে শীর্ষ কমিটি। তবে ২৫ সদস্যের পলিটব্যুরোতে স্থান করে নিয়েছেন লিউ ও তাঁর নারী সহকর্মী সুন চুনলান। পলিটব্যুরো হলো দলটির দ্বিতীয় শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা। সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতে চীনবিরোধী আন্দোলনে আত্মদানের মতো কর্মসূচি বৃদ্ধি এবং উইঘুর মুসলিম বিদ্রোহের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই ধারণা করেছিলেন, কেন্দ্রীয় কমিটি এবার বিষয়টিতে অধিক গুরুত্ব দেবে এবং সর্বোচ্চ কমিটিতে সংখ্যালঘুদের প্রতিনিধি রাখবে। কিন্তু শীর্ষ দুই কমিটির কোনোটিতেই জায়গা হয়নি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। সূত্র : জি নিউজ।
No comments