ব্রিটেনে প্রথম পুলিশ কমিশনার নির্বাচন

ব্রিটেনে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো পুলিশ কমিশনার এবং ক্রাইম কমিশনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লন্ডন ছাড়া পুলিশ বাহিনীর ৪১টি এলাকায় ভোটগ্রহণ করা হয়।


নির্বাচিতরা সংশ্লিষ্ট এলাকার পুলিশ বাহিনীর জন্য বাজেট তৈরির পাশাপাশি কর্মকর্তা নিয়োগ-বরখাস্ত এবং অগ্রাধিকারভিত্তিতে কাজের তালিকা তৈরি করবেন। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে বলে ধারণা করছে সরকার।
আজ শুক্রবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা। তবে নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক। ধারণা করা হচ্ছে, মাত্র ১৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নবনির্বাচিতরা আগামী ২২ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। এ পদের মেয়াদ চার বছর।
এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের রদবদল হবে বলে মনে করা হচ্ছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.