পেট্রায়াস কেলেঙ্কারি-সামরিক স্থাপনায় পলা-কেলির ঢোকার ছাড়পত্র স্থগিত
সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রায়াসের বিবাহবহির্ভূত সম্পর্কের সূত্র ধরে আলোচিত দুই নারীর সামরিক স্থাপনাগুলোতে প্রবেশের অধিকার স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেট্রায়াসের সাবেক প্রেমিকা পলা ব্রডওয়েলের নিরাপত্তা ছাড়পত্র জব্দ করা হয়েছে।
স্থগিত করা হয়েছে বিব্রতকর ইমেইল পাওয়ার অভিযোগকারী জিল কেলির ফ্লোরিডা বিমানঘাঁটিতে ঢোকার পাস।
প্রসঙ্গত, কেলিকে ওই সব ইমেইল পলাই পাঠিয়েছিলেন বলে পরে জানতে পারে এফবিআই। এর সূত্র ধরেই পলা-পেট্রায়াস প্রেমের বিষয়টি জানাজানি হয়। গত সপ্তাহে পেট্রায়াস পদত্যাগ করেন।
পেট্রায়াসের জীবনীকার পলা (৪০) রিজার্ভ আর্মির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করেন। এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। সেনা কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানান, তদন্ত চলাকালে নিরাপত্তা ছাড়পত্র স্থগিত রাখার বিষয়টি বিরল নয়। পেট্রায়াসের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি কোনো গোপন তথ্য পেয়েছিলেন কি না, তা জানতেই তদন্ত চলছে। ইতিমধ্যে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে কম্পিউটারসহ বেশ কিছু নথি জব্দ করেন নিরাপত্তা কর্মকর্তারা।
পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লোরিডার স্থানীয় সেনাদের স্বার্থেই কেলির বিমানঘাঁটিতে ঢোকার পাস জব্দ করা হয়েছে। তবে ঘাঁটির দর্শনার্থী কেন্দ্রে যেতে পারবেন তিনি। ওই কর্মকর্তা কেলিকে ঘাঁটির 'সামাজিক যোগাযোগকারী' হিসেবে বর্ণনা করেন।
এদিকে গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় আজ শুক্রবার পেট্রায়াসকে জিজ্ঞাসাবাদ করার কথা সিনেটের। ওই হামলায় রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেনসসহ যুক্তরাষ্ট্রের চার নাগরিক নিহত হন। এই শুনানির সঙ্গে তাঁর অবৈধ প্রণয়ের কারণে পদত্যাগের ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে এ কারণেই ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা লন্ডনস রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন পেট্রায়াসকে তাদের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে। এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ও মার্গারেট থেচার চেসনি গোল্ড মেডেল নামে এ সম্মাননা পান। সূত্র : এএফপি, বিবিসি।
প্রসঙ্গত, কেলিকে ওই সব ইমেইল পলাই পাঠিয়েছিলেন বলে পরে জানতে পারে এফবিআই। এর সূত্র ধরেই পলা-পেট্রায়াস প্রেমের বিষয়টি জানাজানি হয়। গত সপ্তাহে পেট্রায়াস পদত্যাগ করেন।
পেট্রায়াসের জীবনীকার পলা (৪০) রিজার্ভ আর্মির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করেন। এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। সেনা কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানান, তদন্ত চলাকালে নিরাপত্তা ছাড়পত্র স্থগিত রাখার বিষয়টি বিরল নয়। পেট্রায়াসের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি কোনো গোপন তথ্য পেয়েছিলেন কি না, তা জানতেই তদন্ত চলছে। ইতিমধ্যে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে কম্পিউটারসহ বেশ কিছু নথি জব্দ করেন নিরাপত্তা কর্মকর্তারা।
পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লোরিডার স্থানীয় সেনাদের স্বার্থেই কেলির বিমানঘাঁটিতে ঢোকার পাস জব্দ করা হয়েছে। তবে ঘাঁটির দর্শনার্থী কেন্দ্রে যেতে পারবেন তিনি। ওই কর্মকর্তা কেলিকে ঘাঁটির 'সামাজিক যোগাযোগকারী' হিসেবে বর্ণনা করেন।
এদিকে গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় আজ শুক্রবার পেট্রায়াসকে জিজ্ঞাসাবাদ করার কথা সিনেটের। ওই হামলায় রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেনসসহ যুক্তরাষ্ট্রের চার নাগরিক নিহত হন। এই শুনানির সঙ্গে তাঁর অবৈধ প্রণয়ের কারণে পদত্যাগের ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে এ কারণেই ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা লন্ডনস রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন পেট্রায়াসকে তাদের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে। এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ও মার্গারেট থেচার চেসনি গোল্ড মেডেল নামে এ সম্মাননা পান। সূত্র : এএফপি, বিবিসি।
No comments