সানিকে নিয়ে নাচানাচি কেন, প্রশ্ন তসলিমার
বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন পর্নো স্টার সানি লিয়নের বিরুদ্ধে টুইটারে মতামত ব্যক্ত করেছেন। তসলিমার মতে, একজন পর্নো স্টারকে ভারতে যেভাবে সম্মান দেয়া হচ্ছে তার কোনো নজির নেই। কেননা, ব্লু ফিল্মে অভিনয় করেন এমন কাউকে যদি এভাবে সেলিব্রিটি বানিয়ে মাথায় তোলা হয়, তবে নতুন প্রজন্ম ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরিবর্তে পর্নো স্টার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে।
উল্লেখ্য, সানি এ দেশে তার অ্যাকটিং কেরিয়ার ইতিমধ্যেই শুরু করেছেন। আগামী মাসেই রিলিজ হতে চলেছে ভ্যাট প্রোডাকশনের পরবর্তী সিনেমা ‘জিসম’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি লিয়ন।
এর আগে সানিকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের রিয়ালিটি শো বিগ বস সিজন-৫ এ। বর্তমানে ‘জিমস-২’ রিলিজের আগেই সানির হাতে এসে পড়েছে প্রচুর সিনেমা ও বিজ্ঞাপনের অফার।
বলা বাহুল্য, সানির এই জনপ্রিয়তা দেখে নাখোশ তসলিমা। তার মতে, সানি ভারতে এসে যা-ই করুন কেন, মনে রাখতে হবে আসলে তিনি একজন পর্নো স্টার।
এর আগে সানিকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের রিয়ালিটি শো বিগ বস সিজন-৫ এ। বর্তমানে ‘জিমস-২’ রিলিজের আগেই সানির হাতে এসে পড়েছে প্রচুর সিনেমা ও বিজ্ঞাপনের অফার।
বলা বাহুল্য, সানির এই জনপ্রিয়তা দেখে নাখোশ তসলিমা। তার মতে, সানি ভারতে এসে যা-ই করুন কেন, মনে রাখতে হবে আসলে তিনি একজন পর্নো স্টার।
No comments