কুলাউড়ায় প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জ্যোৎস্না বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাসিমপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী সাজু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম গত শুক্রবার বিকালে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানাকে জানালে পুলিশ রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে। গতকাল পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহবধূর ভাই বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ গ্রামের ইব্রাহিম কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পারিবারিক নির্যাতনে তার বোনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন।
এব্যাপারে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, গৃহবধূর ভাই অভিযোগটি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে যদি নির্যাতনের কোন আলামত উল্লেখ করা হয় তবে হত্যা মামলা হিসেবে তা গ্রহণ করা হবে। তবে পারিবারিক নির্যাতনের ব্যাপারেও তদন্ত করা হবে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাসিমপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী সাজু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম গত শুক্রবার বিকালে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানাকে জানালে পুলিশ রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে। গতকাল পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহবধূর ভাই বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ গ্রামের ইব্রাহিম কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পারিবারিক নির্যাতনে তার বোনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন।
এব্যাপারে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, গৃহবধূর ভাই অভিযোগটি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে যদি নির্যাতনের কোন আলামত উল্লেখ করা হয় তবে হত্যা মামলা হিসেবে তা গ্রহণ করা হবে। তবে পারিবারিক নির্যাতনের ব্যাপারেও তদন্ত করা হবে।
No comments