শচীনদের নতুন দুর্বলতা আবিষ্কার অসি কোচের
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ব্যাটসম্যানদের নতুন দুর্বল দিক খুঁজে পেয়েছেন অসি কোচ মিকি আর্থার। শচীন-দ্রাবিড়দের দুর্বল দিকগুলোর নতুন তথ্য হাতে আছে তার। এতে মোক্ষম প্রয়োগটা দেখাতে চান সিডনির মাঠেই। গতকাল মিডিয়ার কাছে আর্থার বলেন, ভারত দলে নামী ও সামর্থ্যবান ব্যাটসম্যানরা রয়েছেন। কিন্তু বোলিং আক্রমণের জোরটাও দেখাতে পেরেছে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী। ক্রিকেট চাপের খেলা। ডট বলে ভারতীয়দের চাপ বাড়াতে পারবে তারা সিডনিতেও।’ এখানে শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের উজ্জ্বল ব্যাটিং রেকর্ডটাকে আমলে নিচ্ছেন না আর্থার। বলেন, তারা সিডনির আগের চরিত্র দেখবেন মনে হয় না। পৃথিবীর যে কোন ব্যাটসম্যানই রান পেতে চাইবে স্বাভাবিক। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। আর আমাদের বোলারদের মনোবলটাও তুঙ্গে। ফলাফলটা সিডনির মাঠেই দেখা যাবে।’ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শচীনের ব্যাটিং গড়টা অবিশ্বাস্য। এখানে চার ম্যাচে টেন্ডুলকারের রানের গড় ২২১.৩৩। ব্যক্তিগত সর্বোচ্চ ২৪১ রান। আর অসিদের বিপক্ষে বরাবর ফর্ম দেখানো লক্ষ্মণের সিডনি রেকর্ডটাও ঝলমলে। তিন ম্যাচে তিন সেঞ্চুরি হাঁকিয়ে এখানে লক্ষ্মণের গড় রান ৯৬.২০। মিকি আর্থার বলেন, এসসিজি থেকে ব্যাটসম্যানরা সাধারণত খাটো বাউন্স পেয়ে থাকে। অনেকটা উপমহাদেশের পিচের মতো। তবে এবার সিডনির আচরণে পরিবর্তন দেখা যাবে। আমরা উইকেটে কিছুটা সবুজ ঘাস দেখতে চেয়েছি।’ শচীনের শততম সেঞ্চুরি নিয়েও কথা বলেন অসি কোচ। তবে এ নিয়ে আর্থারের বক্তব্যটা অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের দুদিন আগের কথারই প্রতিধ্বনি। আর্থার বলেন, শচীন ১০০ সেঞ্চুরি করবে আমি নিশ্চিত। অস্ট্রেলিয়া সফর শেষে এটা যে কোন সময় হতে পারে।
আগাম সতর্কবাণী
অচিরেই বিশ্বসেরা রূপে দেখা দেবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ- ক্রিকেট বিশ্বের জন্য এমন সতর্কবাণী অস্ট্রেলিয়ার প্রোটিয়া কোচ মিকি আর্থারের। মেলবোর্নে প্যাটিনসন, সিডলদের পারফরমেন্সে এমন ঝিলিক দেখতে পেয়েছেন অসি ইতিহাসে একমাত্র এই বিদেশী কোচ। গতকাল সাংবাদিকদেরকে মিকি বলেন, আমাদের জাতীয় দলের বাইরেও বিশ্বমানের কমপক্ষে ১৫ জন ক্রিকেটার রয়েছে। যে কোন সময়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা রাখেন। আগামী গ্রীষ্মে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২ জনে।
আগাম সতর্কবাণী
অচিরেই বিশ্বসেরা রূপে দেখা দেবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ- ক্রিকেট বিশ্বের জন্য এমন সতর্কবাণী অস্ট্রেলিয়ার প্রোটিয়া কোচ মিকি আর্থারের। মেলবোর্নে প্যাটিনসন, সিডলদের পারফরমেন্সে এমন ঝিলিক দেখতে পেয়েছেন অসি ইতিহাসে একমাত্র এই বিদেশী কোচ। গতকাল সাংবাদিকদেরকে মিকি বলেন, আমাদের জাতীয় দলের বাইরেও বিশ্বমানের কমপক্ষে ১৫ জন ক্রিকেটার রয়েছে। যে কোন সময়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা রাখেন। আগামী গ্রীষ্মে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২ জনে।
No comments