সীতাকুণ্ড ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৫টায় উপজেলার সুলতানা মন্দির এলাকায় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম-চাঁদপুর নাইটকোচের সামনের একটি চাকা পাংচার হলে চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বারো আউলিয়াস্থ মারস টেক্সটাইলের শ্রমিক নমিতা মজুমদার (৪০), সুমিতা দে (৩৫), উত্তম বিশ্বাস ও সাহেদা আক্তার (২০) নিহত হয় এবং ৩০ জন আহত হয়েছে। নিহতদের প্রত্যেকের বাড়ি সীতাকুণ্ডের বিভিন্ন গ্রামে।
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে বরিশালগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই উপজেলার ঝিকরহাটি গ্রামের মানিক সরদারের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সোহেল সরদারকে রাস্তা পারাপারের সময় চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে বরিশালগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই উপজেলার ঝিকরহাটি গ্রামের মানিক সরদারের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সোহেল সরদারকে রাস্তা পারাপারের সময় চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
No comments