মা হচ্ছেন নম্রতা
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নম্রতা শিরোকদার। আর মা হওয়ার এ শুভ খবরটি থার্টিফার্স্ট নাইটে ভক্তদের উদ্দেশে ঘোষণা করলেন তিনি। এর আগে ২০০৫ সালে মহেশ বাবুকে বিয়ে করে বলিউড থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন নম্রতা। পরবর্তী বছরই একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। নাম রাখেন গৌতম কৃষ্ণ। এবার দ্বিতীয় সন্তানের মা হওয়ার বিষয়টি নিজেই মিডিয়াকে জানালেন নম্রতা। তবে এবার একটি কন্যা সন্তানই চান বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের মাঝামাঝি সময়েই মা হচ্ছেন তিনি। তাই বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে দিনযাপন করছেন নম্রতা। অভিনয় থেকে দূরে থাকলেও বলিউড তারকাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখেন তিনি। তাই তো তার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বলিউড তারকা অনিল কাপুর, মাধুরী দিক্ষিত, সঞ্জয় দত্ত, সালমান খান, সোনালি বেন্দ্রে ও শিল্পা শেঠি। দ্বিতীয়বারের মতো মা হওয়া প্রসঙ্গে নম্রতা বলেন, এর চেয়ে সুখের অনুভূতি আর কিছু হতে পারে না। উপরওয়ালার দানে আমি দ্বিতীয়বারের মতো এই সুন্দর অনুভবটি করতে পারছি। সবাই আমার এবং অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।
No comments