বকশীগঞ্জে কৃষক খুন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ জানায়, বাট্টাজোড় ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের বাহাউদ্দিন ও দক্ষিণ পলাশতলা গ্রামের হারুন মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালে বাহাউদ্দিনের দখলীয় জমি হারুন গ্রুপের লোকজন জোরপূর্বক দখল করতে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে বাহাউদ্দিনের গ্রুপের কৃষক আবুল কালাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় কুদ্দুস, বাহাউদ্দিন, আইনাল, সরওয়ার, আজিউর রহমানসহ ১০ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের স্থানীয় বকশীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় কুদ্দুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ নিয়ে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
No comments