শেষ হলো ‘রবীন্দ্র উৎসব : সুরের ধারা’র ৩ দিনের বর্ণিল আয়োজন
স্টাফ রিপোর্টার: টানা তিন দিনব্যাপী গান, সেমিনার, নৃত্য, আবৃত্তি, নাটক ও চলচ্চিত্র পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’র বর্ণিল আয়োজন। গতকাল রাত আটটায় এ উৎসবের সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কবিগুরুকে নিয়ে অবিস্মরণীয় এ উৎসবের ৩য় দিনের শুরুটা হয় সকাল ১০টায় গানের দল উত্তরায়ণের সম্মেলক গান পরিবেশনার মধ্যদিয়ে। এরপর একক সংগীত পরিবেশন করেন ছায়া রায়, স্বপন দত্ত, পাবক দীপ্র, সুকান্ত চক্রবর্তী এবং তানিয়া মান্নান। পাশাপাশি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্ত্বে রবীন্দ্রনাথের ‘ছোটগল্প’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়। সাড়ে ১০টার দিকে সমবেত গান পরিবেশন করে সুরের ধারার নিউ জার্সি বিভাগ। হাসান আজিজুল হকের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের উপন্যাস বিষয়ে সেমিনার। বিকাল পাঁচটায় বিভিন্ন ভাষায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মণিদীপা ভট্টাচার্য। এভাবে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বিষয় নিয়ে সেমিনার, নাচ, গান, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী আর সম্মেলক গান পরিবেশনার মধ্য দিয়ে অতিবাহিত হয় ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’র তিন দিনব্যাপী এ উৎসবের শেষ দিনটি। এদিকে পুরো আয়োজনের মধ্যমণি রেজওয়ানা চৌধুরী বন্যা গতকাল বিকাল নাগাদ জানান, আজকের (গতকাল) সারাদিনের বর্ণিল আয়োজন শেষে রাত ৮টায় পুরো উৎসবের সমাপনী টানা হবে। উৎসব সমাপণী ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে তিনি আরও বলেন, গেল তিন দিনের টানা আয়োজনে অগুণতি মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়ে আমরা ধন্য। তবে দুঃখজনক হলেও সত্যি, উৎসবের দ্বিতীয় দিনে এসে আমার গলাটা বসে গেছে। আফসোস শুধু এটুকই। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রবীন্দ্র উৎসব: সুAরের ধারা’র উদ্বোধন করেন। আর ‘শ্রুতি গীতবিতান’-এর মোড়ক উন্মোচন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’ শীর্ষক তিনদিনব্যাপী এ উৎসবের সঙ্গে সর্বাত্মকভাবে জড়িত ছিল চ্যানেল আই এবং প্রথম আলো। উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমাবদ্ধ থাকলেও শেষ দু’দিনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ছিল। উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বছরজুড়ে নানা আয়োজন করছে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’। তারই অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের ২২২২টি গান ডিভিডিতে ধারণ করা হয়েছে। সবকটি গান, গীতিনাট্য ও নৃত্যনাট্যে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রায় সাড়ে ৪ শিল্পী। আরও রয়েছে রবীন্দ্রসংগীতের প্রয়াত শতাধিক বরেণ্য শিল্পীর গান। ২২টি ডিভিডির এ পুরো আয়োজনের নাম ‘শ্রুতি গীতবিতান’।
No comments