ওয়ালটন ঘরে ঘরে উৎসব শুরু আজ
অর্থনৈতিক রিপোর্টার: আজ থেকে বাংলাদেশী ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল ব্র্যান্ড ওয়ালটন ঘরে ঘরে উৎসব শুরু হচ্ছে। এ উৎসবের আওতায় আগামী দু’মাস ওয়ালটন পণ্য কিনলেই ক্রেতারা পাবেন বিশেষ ছাড় ও সুবিধা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ সারাদেশে এ বিশেষ অফার বা বিক্রয় উৎসব চলবে। পণ্যের প্রচার, প্রসার, ইমেজ এবং বিক্রি বৃদ্ধির উদ্দেশ্যেই ওয়ালটন ঘরে ঘরে উৎসব পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ালটনের মার্কেটিং বিভাগের পরিচালক এমদাদুল হক সরকার, পরিচালক হুমায়ুন কবির, ম্যানেজমেন্ট উপদেষ্টা এস এম জাহিদ হাসান, উপ-পরিচালক উদয় হাকিম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদয় হাকিম বলেন, ১লা জানুয়ারি থেকে আগামী ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ালটন ঘরে ঘরে উৎসব চলবে। এর আওতায় ক্রেতাকে ওয়ালটন পণ্যের সঙ্গে ক্র্যাচ কার্ড বা গিফট কার্ড দেয়া হবে। তিনি বলেন, ওয়ালটন মোটরসাইকেল কিনলে ক্রেতারা পাবেন এক সঙ্গে দু’টি গিফট কার্ড। ফ্রিজ ও ফ্রিজার, এলসিডি ও এলইডি টিভি এবং মাইক্রোওয়েভ ওভেনের ক্রেতারা পাবেন একটি করে গিফট কার্ড। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, খুব শিগগিরই উৎপাদন শুরু হবে ওয়ালটনের তৃতীয় ফ্রিজ ফ্যাক্টরিতে। চতুর্থ ফ্রিজ ফ্যাক্টরির পরিকল্পনাও এগিয়ে চলছে। বর্তমান ফ্রিজের চাহিদা ১০ লাখ। ২০১২ সালে বছরে ১৪ লাখ ফ্রিজ উৎপাদন করবে ওয়ালটন। এক প্রশ্নের জবাবে এমদাদুল হক সরকার বলেন, বর্তমান বিনিয়োগ রয়েছে প্রায় ৪ হাজার ৫শ’ কোটি টাকা। যার মধ্যে ৪৪ শতাংশই ওয়ালটনের। এছাড়া ওয়ালটনের রপ্তানি প্রবৃদ্ধিও সন্তোষজনক। আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, গত কোরবানির ঈদের চারদিন আগেই ওয়ালটনের সব ফ্রিজ বিক্রি হয়ে যায়। এ দিকটি মাথায় রেখে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এনায়েত ফেরদৌস বলেন, ওয়ালটন পণ্যের গুণগতমান বজায় রাখাসহ সার্ভিস ম্যানেজমেন্টেও দক্ষতার পরিচয় দিয়েছে। দেশের যে কোন প্রান্তে হাত বাড়ালেই মিলছে সার্ভিস ও সেবা।
No comments