কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নতুন ডিজি
স্টাফ রিপোর্টার: কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের (ডিএই) নতুন মহাপরিচালক (ডিজি) পদে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুল হক পান্না। গত ২৯শে ডিসেম্বর তিনি সাবেক ডিজি কৃষিবিদ হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। সিরাগঞ্জের উল্লাপাড়ায় জন্মগ্রহণকারী হাসানুল হক ১৯৭৬ সালের ২৮শে মে মুন্সীগঞ্জের জুট এক্সটেনশন অফিসার পদে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর ডিএইতে পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), পরিচালক (ক্যাশ ক্রপ) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালকসহ কর্মজীবনে ২১ পদে দায়িত্ব পালন করেছেন। তার বেশির ভাগ কাজেই রয়েছে সফলতার ছাপ। পেশাগত কাজে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইতালি, ডেনমার্ক, ভিয়েতনাম, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
No comments