পাকিস্তানে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ
মানবজমিন ডেস্ক: পাকিস্তান সরকার বেশ সঙ্কট এবং চাপের মধ্যে থাকলেও যে কোন ধরনের আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি বলেছেন, ২০১৩ সালের নির্ধারিত সময়েই দেশে নির্বাচন হবে। মুলতানে গিলানি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, সরকার দেশের সংবিধানকে অনুসরণ করবে এবং নিয়ম অনুযায়ী আগামী নির্বাচন ২০১৩ সালেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে দুর্বল ব্যক্তিরাই লাভবান হওয়ার আশায় নির্বাচনের কথা বলছেন। কিন্তু তারা জানেন না আমরা আইন ও সংবিধান অনুযায়ীই কাজ করবো। পার্লামেন্টের ঐকমত্যের ভিত্তিতেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সামরিক প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সম্পর্কের ব্যাপারে গিলানি বলেন, তাদের মধ্যে বেশ চমৎকার সম্পর্ক বিরাজমান। গিলানি বলেন, পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বে জোট সরকার বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সব দলের পক্ষ থেকেই পার্লামেন্টের মেয়াদ পুরো করার ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গিলানি বলেন, আগামী মার্চে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনকে বানচাল করার লক্ষ্যেই আগাম নির্বাচনের বিতর্ক তোলা হচ্ছে।
গিলানি বলেন, আগামী মার্চে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনকে বানচাল করার লক্ষ্যেই আগাম নির্বাচনের বিতর্ক তোলা হচ্ছে।
No comments