‘কার্যকর সংসদের অভাবে নেতৃত্ব তৈরি হচ্ছে না’
স্টাফ রিপোর্টার: দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র সংসদ কার্যকর নেই। ফলে নেতৃত্ব তৈরির পরিবেশ সৃষ্টি হচ্ছে না। বহুমুখী সমস্যার কারণে দেশের মানবসম্পদকে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নানাভাবে ভেঙে পড়েছে অর্থনীতি। আর আমরা ভর্তুকিনির্ভর জাতিতে পরিণত হয়েছি। এসব দূর করে নতুন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগুতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্রবিজ্ঞান সংঘ আয়োজিত ’বিজয়ের ৪০ বছরে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মেজবাহ উদ্দীন আহমেদ, আসমা জেরিন ঝুমু এমপিসহ রাষ্ট্রবিজ্ঞান সংঘের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এখনও কিছু রাজনীতিক যুদ্ধাপরাধীদের নিয়ে অসংলগ্ন মন্তব্য করে বলেন, যাদের বিচার হচ্ছে তারা প্রকৃত যুদ্ধাপরাধী না। বক্তারা প্রশ্ন ছুড়ে বলেন, তবে কারা আসল যুদ্ধাপরাধী তা খুঁজে বের করুন। আগামী বিজয় দিবসে রক্তে ভেজা স্বাধীনতার পতাকা আর কোন যুদ্ধপারাধীর গাড়িতে দেখতে চায় না দেশের তরুণ প্রজন্ম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আকবর বলেন- দেশ এখনও বিদেশী সাহায্যের ওপর নির্ভর করে চলছে। অসম অর্থনীতির কারণে সুষম বণ্টন সম্ভব হচ্ছে না। দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে পরিবর্তন করে সুষ্ঠু প্রশাসন ও সমতা ফিরিয়ে আনতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তি করা এখন তরুণ প্রজন্মের দাবি। ড. মেজবাহ উদ্দিন বলেন, জাতি হিসেবে আমাদের অর্জন একেবারেই কম নয়। তবে এসবের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারিনি। তরুণ প্রজন্ম স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শপথ নিয়ে এগিয়ে আসবে। দেশ গড়ায় নিজেদের নিয়োগ করবে। এটাই এখন সবচেয়ে বড় করণীয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এএসপি নুর জাহান কিরন, আহসানুল্লাহ মানিক, মজিবুল হক মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কাজী মাহবুবুল আলম, জাহাঙ্গীর মিয়া মনি প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান সংঘের সভাপতি এমএ খালেক। পরিচালনা করেন কাজী মিজানুদ্দিন। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফিরোজা জোয়ারদার কুসুম। উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান সংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। ২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আকবর বলেন- দেশ এখনও বিদেশী সাহায্যের ওপর নির্ভর করে চলছে। অসম অর্থনীতির কারণে সুষম বণ্টন সম্ভব হচ্ছে না। দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে পরিবর্তন করে সুষ্ঠু প্রশাসন ও সমতা ফিরিয়ে আনতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তি করা এখন তরুণ প্রজন্মের দাবি। ড. মেজবাহ উদ্দিন বলেন, জাতি হিসেবে আমাদের অর্জন একেবারেই কম নয়। তবে এসবের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারিনি। তরুণ প্রজন্ম স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শপথ নিয়ে এগিয়ে আসবে। দেশ গড়ায় নিজেদের নিয়োগ করবে। এটাই এখন সবচেয়ে বড় করণীয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এএসপি নুর জাহান কিরন, আহসানুল্লাহ মানিক, মজিবুল হক মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কাজী মাহবুবুল আলম, জাহাঙ্গীর মিয়া মনি প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান সংঘের সভাপতি এমএ খালেক। পরিচালনা করেন কাজী মিজানুদ্দিন। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফিরোজা জোয়ারদার কুসুম। উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান সংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। ২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
No comments