জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তির ৩ দিনব্যাপী উৎসব। শুক্রবার বিকালে এফডিসির মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোরে বর্ণিল এক অনুষ্ঠানের আয়োজন করেছে পরিচালক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ। সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এফআই মানিক স্বাগত বক্তব্য রাখবেন বলে কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি সমাপনী অনুষ্ঠানে সমিতির মহাসচিবের রহস্যজনক অনুপস্থিতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বক্তব্য পালা শেষে এসএ হক অলীকের পরিকল্পনা ও পরিচালনায় এবং চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্স করেন অঞ্জনা, পপি, সিমলা, কাজী মারুফ, তমা মির্জ্জা, অমল বোস, আনিস, আজীজ রেজা, সাদেক রেজা, সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, শফিক তুহিন ও টেলিসামাদ। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন পিতা-পুত্র কাজী হায়াৎ ও কাজী মারুফ। সেই সঙ্গে আমজাদ হোসেন, আফজাল শরীফ ও হাসান মাসুদের অভিনয় আমন্ত্রিত দর্শকদের আনন্দ দেয়। চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তির এই সমাপনী অনুষ্ঠানটি বাংলাভিশন সরাসরি সমপ্রচার করে। অনুষ্ঠানে ৭ দিনব্যাপী চলচ্চিত্র সপ্তাহ সফল করার জন্য ৭ প্রযোজক এবং ৭টি প্রেক্ষাগৃহের মালিককে পরিচালক সমিতি সম্মাননা জানায়।
No comments