গৌরনদীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামে গতকাল মাটি কাটাকে কেন্দ্র করে ৩ দফা হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণ ধানডোবা গ্রামে ওমর আলী হাওলাদার (৭০) পান বরজের জন্য মাটি কেটে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে স্তূপ করে রাখেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ রাসেল ফকির, হান্নান ফকির, আবদুল আলীম, কাওছারসহ ৭ থেকে ৮ জন ওই মাটি কেটে খালে ফেলে দেয়। এ নিয়ে গতকাল সকালে ওমর আলীর সঙ্গে রাসেলের বাকবিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে রাসেল হামলা চালিয়ে দুটি দাঁত ফেলে দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ষ হয়। সংঘর্ষে রশিদ হাওলাদার (৩০), মহিউদ্দিন হাওলাদার (২৮) ও রাসেল ফকির (২৫), মাহিম হাওলাদার (৩০), কালু হাওলাদার (১৮), রানু বেগম (২৭) সহ ৮ জন আহত হয়। বিকালে ওমর আলীর আত্মীয় পান ব্যবসায়ী আজাদ হাওলাদার টরকী বন্দর থেকে পান বিক্রি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধানডোবা জালাল প্যাদার বাড়ির সংন্নিকটে পৌঁছলে প্রতিপক্ষ রাসেল গ্রুপের লোকজন হামলা চালিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার সঙ্গে থাকা ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ওমর আলী হাওলাদার, আজাদ হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও রাসেল ফকিরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রশিদ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সত্যতা স্বীকার করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।
এ সময় তার সঙ্গে থাকা ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ওমর আলী হাওলাদার, আজাদ হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও রাসেল ফকিরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রশিদ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সত্যতা স্বীকার করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।
No comments