বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা
বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেঙসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেঙসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেঙসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন।
No comments