জার্মান ছবিতে সেলিনা
জার্মান ছবিতে অভিষেক হতে যাচ্ছে সেঙসিম্বল বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। আর এ কারণে বর্তমানে জার্মান ভাষা শিখছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রী সন্তানসম্ভবা অবস্থায় দুবাইয়ে অবস্থান করছেন। তার সম্পূর্ণ দেখভাল করছেন স্বামী পিটার হেগ। চলতি বছরের এপ্রিলেই যমজ সন্তানের মা হতে যাচ্ছেন সেলিনা। সন্তান জন্মদানের পরই জার্মান একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এ বিষয়ে সম্পূর্ণ তথ্য না দিলেও জার্মান ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সেলিনা। আর এ কারণেই জার্মান ভাষা শিখছেন তিনি। পাশাপাশি কয়েকটি ইয়োগা ক্লাসও করছেন এখন। নিজের বাড়িতে বসেই শিক্ষক রেখে জার্মান ভাষা শিখছেন তিনি। সেলিনা জেটলি বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বসবাসের জন্য ভারত ছাড়েন। সে কারণে বলিউড ছবি থেকে অনেক দিন দূরে সরে আছেন তিনি। এর মধ্যে কায়রো ফিল্ম ফেস্টিভালের জুরিবোর্ডের সদস্য হিসেবেও কাজ করেন সেলিনা। তারপর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়তে থাকে তার। সন্তান জন্মদানের পর নিয়মিত আন্তর্জাতিক ছবিতে অভিনয়ে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। তাই বলে বলিউডকে বিদায় জানাচ্ছেন না বলেও সাফ জানিয়েছেন সেলিনা। এ বিষয়ে তিনি বলেন, বলিউড আমার প্রাণ। তাই বলিউডকে বিদায় জানানোর প্রশ্নই আসে না। তবে আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করে আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই। এ কারণেই জার্মান ভাষা শিখছি। দেখা যাক কি হয়!
No comments