প্রযুক্তি নয় আম্পায়ারের পক্ষে ধোনি
স্পোর্টস ডেস্ক: শতভাগ নির্ভুল পর্যবেক্ষণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ডিআরএস প্রযুক্তির বিরুদ্ধেই রয়েছে ভারত। গতকাল আরেকবার স্পষ্ট এ কথা বলেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজ মাটিতে ডিআরএস প্রযুক্তি ব্যবহারের পক্ষে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের আপত্তি বরাবরের মতো। তবে অস্ট্রেলিয়ায় সফরের শুরু থেকেই এ নিয়ে চাপে রাখা হয়েছে ভারতকে। কিন্তু কোন চাপই যে ফলদায়ক হবে না- তা পরিষ্কার ধোনির কথায়।
গতকাল ধোনি বলেন, প্রযুক্তি নয়, আমি বরং ফিল্ড আম্পায়েরর পক্ষে বাজি ধরতে পারি। কারণ শত বছর ধরে তারাই চালিয়ে আসছেন খেলাটি। প্রযুক্তি যেখানে শতভাগ নির্ভুল নয়, তা ব্যবহার করতে যাওয়া কেন। এমন যন্ত্রপাতির সমাবেশে মাঠের আম্পায়ারদের অহেতুক চাপ বাড়ানো হয় বরং।’ চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের সমপ্রচার স্বত্ব অস্ট্রেলিয়ার ব্রডকাস্টার চ্যানেল নাইন-এর। প্রচলনের পর থেকে প্রতিটি হোম সিরিজে ডিআরএস সংক্রান্ত সব আধুনিক যন্ত্রপাতিই প্রয়োগ করছে খ্যাতনামা অসি ব্রডকাস্টার প্রতিষ্ঠানটি । এ নিয়ে চাপ রাখছিল ভারতীয়দের ওপর। কিন্তু ধোনি বলেন, আমিও হট স্পটের সমর্থক ছিলাম। কিন্তু ইংল্যান্ড সফরে বুঝে গেছি এটা নির্ভুল নয়। তাহলে আমার পূর্ণ আস্থা অবশ্যই মাঠের আম্পায়ারদের দিকে। ক্রিকেট খেলাটাই ভুলের। বোলার ভুল না করলে ব্যাটসম্যান রান পাবে না। আবার ব্যাটসম্যান ভুল না করলে বোলার পাবে না উইকেট। কিছু ভুল আম্পায়ারদের থাকলে থাকুক।
গতকাল ধোনি বলেন, প্রযুক্তি নয়, আমি বরং ফিল্ড আম্পায়েরর পক্ষে বাজি ধরতে পারি। কারণ শত বছর ধরে তারাই চালিয়ে আসছেন খেলাটি। প্রযুক্তি যেখানে শতভাগ নির্ভুল নয়, তা ব্যবহার করতে যাওয়া কেন। এমন যন্ত্রপাতির সমাবেশে মাঠের আম্পায়ারদের অহেতুক চাপ বাড়ানো হয় বরং।’ চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের সমপ্রচার স্বত্ব অস্ট্রেলিয়ার ব্রডকাস্টার চ্যানেল নাইন-এর। প্রচলনের পর থেকে প্রতিটি হোম সিরিজে ডিআরএস সংক্রান্ত সব আধুনিক যন্ত্রপাতিই প্রয়োগ করছে খ্যাতনামা অসি ব্রডকাস্টার প্রতিষ্ঠানটি । এ নিয়ে চাপ রাখছিল ভারতীয়দের ওপর। কিন্তু ধোনি বলেন, আমিও হট স্পটের সমর্থক ছিলাম। কিন্তু ইংল্যান্ড সফরে বুঝে গেছি এটা নির্ভুল নয়। তাহলে আমার পূর্ণ আস্থা অবশ্যই মাঠের আম্পায়ারদের দিকে। ক্রিকেট খেলাটাই ভুলের। বোলার ভুল না করলে ব্যাটসম্যান রান পাবে না। আবার ব্যাটসম্যান ভুল না করলে বোলার পাবে না উইকেট। কিছু ভুল আম্পায়ারদের থাকলে থাকুক।
No comments