‘কঠিন সময় পার করছেন ফ্লেচার’
স্পোর্টস ডেস্ক: বিদেশের মাটিতে ভারতের টানা পাঁচ টেস্টে পরাজয়- কোচ ফ্লেচারকে চাপে ফেলেছে মনে করেন সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের কাছে ৪ ম্যাচ পরাজয় নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতের, এখানে শুরুটাও হার দিয়ে। চলতি বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি তিন ম্যাচেও কঠিন সময়ই অপেক্ষা করছে ফ্লেচারের। কোচ হিসেবে অস্ট্রেলিয়া সফরে তার এ পর্যন্ত পরিসংখ্যানটাও তা-ই বলে। এ পর্যন্ত ইংল্যান্ড ভারতের মতো দলের কোচ হয়ে অস্ট্রেলিয়ায় ১১টি টেস্ট রয়েছে ফ্লেচারের। এর ১০টিতেই হেরেছে তার দল। গাঙ্গুলি বলেন, ‘বুঝতে পারি, কঠিন সময় পার করছেন তিনি (ফ্লেচার)। বিদেশের মাটিতে এটা টানা পঞ্চম হার ভারত কোচের। স্বাভাবিকভাবেই তিনি কিছুটা চাপে আছেন।’ মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শেষ দিকে বেশ রক্ষণাত্মক ফিল্ডিং সাজান ফ্লেচার। সেই সুযোগে অস্ট্রেলিয়ার দশম উইকেট জুটি গুরুত্বপূর্ণ ৪৩ রান যোগ করতে সক্ষম হয়- এমন সমালোচনা শুনেছেন ভারতের এ জিম্বাবুয়ে কোচ। মাঠের বিষয়টি নিয়ে কোচের ওপর দলের সিনিয়র খেলোয়াড়দের বিরক্ত হওয়ার খবরও প্রকাশ পেয়েছে। এতে চাপ আরও বাড়ার কথা ফ্লেচারের।
No comments