শক্তিশালী গণতন্ত্রই পারে রাজনীতিতে সেনা হস্তক্ষেপ ঠেকাতে: আকবর আলি খান
কূটনৈতিক রিপোর্টার: ‘সামরিক-বেসামরিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক শাসন’- শীর্ষক সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, শক্তিশালী গণতন্ত্রই রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঠেকাতে পারে। তার মতে, শাসনব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য যেমন দরকার, তেমনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং পেশাদারিত্ব খুবই জরুরি। রাজনীতিবিদ, পেশাজীবী কিংবা সামরিক-বেসামরিক আমলাতন্ত্র সবখানে পেশাদারিত্বের দারুণ ঘাটতি পড়েছে বলে মন্তব্য করেন তিনি। সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-সিএফএসডি’র আয়োজনে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন- সাবেক রাষ্ট্রদূত এম. আনোয়ার হাশিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। সংগঠনের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ’র সঞ্চালনায় সেমিনারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, জাতিসংঘের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, সাবেক রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী, লে. কর্নেল (অব.) শাহাদাৎ হোসাইন, ব্যারিস্টার সারোয়ার, এনজিও সংগঠক সাজ্জাদ হোসেন, সানওয়ার হোসাইন, এনআরবি উদ্যোক্তা শহীদ এইচ খন্দকার প্রমুখ সামরিক বেসামরিক ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেন। দীর্ঘ আলোচনায় পাকিস্তান আমল থেকে শুরু করে ৭১-এর দুর্দিনে রাজনীতিক আর ট্রেনিংপ্রাপ্ত সামরিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ লড়াই, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠন, দুর্বল নেতৃত্বের সুযোগে দেশের শাসনব্যবস্থায় বারবার সেনা হস্তক্ষেপ, এরই ধারাবাহিকতায় ঘটে যাওয়া সবশেষ ওয়ান-ইলেভেন, সে সময় দু’নেত্রীকে কারাগারে নিক্ষেপ, সাবেক মন্ত্রী- এমপি, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ওপর নির্যাতনের প্রসঙ্গ উঠে আসে। সামপ্রতিক সময়ের নানা গুজব, আবারও ওয়ান-ইলেভেনের আশঙ্কাসহ ‘জুজুর ভয়’ নিয়ে উদ্বেগ জানান বক্তারা। একই সঙ্গে তা নিরসনেরও তাগিদ দেয়া হয়। সেমিনারে অলোচকরা পেশাদারিত্বের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। তারা মনে করেন, দেশের প্রচলিত আইনের অনুসরণে প্রত্যেক সামরিক-বেসামরিক ব্যক্তি নিজ নিজ দায়িত্ব-কর্তব্য স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করলে জাতীয় জীবনের যে কোন অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব।
No comments