বাণিজ্যমেলা প্রস্তুত প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ
অর্থনৈতিক রিপোর্টার: আজ থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১২। ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছ। আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গতকাল মেলা প্রাঙ্গণে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। অনুষ্ঠানে বাণিজ্য সচিব গোলাম হোসেনসহ মন্ত্রণালয় ও ইপিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেরেবাংলা নগরে আজ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত ১৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মেলায় ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা ও শিশুদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জনানো হয়, এবারের মেলা প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা গত মেলার চেয়ে কমানো হয়েছে। গত মেলায় প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৫৩১টি থাকলেও এবার এ সংখ্যা ৫০৫। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন একটি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫০টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৪৪টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ১৫টি, প্রিমিয়ার স্টল ৪৭টি, সাধারণ স্টল ৩০৩টি এবং রেস্তরাঁ ৬টি। এছাড়া মা ও শিশু কেন্দ্র তিনটি ও একটি বিনোদন পার্ক থাকবে। মেলার উদ্দেশ্য সম্পর্কে জি এম কাদের বলেন, ভোক্তাদের বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিতি করা, বাংলাদেশের তুলনামূলক সুবিধা সম্পর্কে বিদেশী অংশগ্রহণকারী ও পরিদর্শনকারীদের অবহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মন্ত্রী বলেন, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে এ আয়োজনে নতুন অনেক কিছু সংযোজন করা হয়েছে। এবারের মেলার সৌন্দর্য বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মেলার প্রচার জোরদার করতে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন দেয়া হয়েছে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য অন্যান্য সহায়ক সুযোগ সুবিধাও থাকবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থায়ীভাবে বাণিজ্য মেলার জন্য পূর্বাচলে প্রায় ২০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের যৌথ উদ্যোগে কাজ এগিয়ে চলছে। এ সরকারের সময়ে কাজ শেষ হবে বলে জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশী ক্রেতা যাতে এবার বাড়ে সে ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১৫টি দেশে অংশ নিয়েছিল। ওই মেলায় প্রায় ২৫ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল। আর ইপিবির উদ্বৃত্ত টাকার পরিমাণ ছিল প্রায় ৮ কোটি টাকা। উল্লেখ্য, ১৯৯৫ সাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়।
No comments