যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়ায় আ.লীগের বিচার হবে: ফখরুল

প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণা দিয়েছে বিএনপি।
গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এই সমাবেশ করে। মির্জা ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এমনভাবে হতে হবে, যেন এ নিয়ে কখনো কোনো প্রশ্নের জন্ম


না হয়। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। এ জন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না। আপনাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।’
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তাদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে। তিনি বলেন, দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আর বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল জ্বালানি তেলের দাম বাড়িয়ে ক্ষতি পোষানোর চেষ্টা করছে সরকার। এতে বিপদে পড়ছে সাধারণ জনগণ। তাদের ওপর ব্যয়ের বাড়তি বোঝা চাপছে।
মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ কর্মসূচি ব্যাহত করতেই সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এই সরকার বিরোধী জনমতকে ভয় পায়। তাই তারা বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বেশির ভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই ভয় থেকেই সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

No comments

Powered by Blogger.