ফসকে গেল by অনন্য রেজা করিম
যশরাজ ফিল্মসের আবিষ্কার আনুশকা শর্মা সম্প্রতি বিখ্যাত এই ব্যানারে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন। তরুণ নির্মাতা এবং এই সময়ের বেশ কিছু আলোচিত হিন্দি ছবির কাহিনীকার-চিত্রনাট্যকার হাবিব ফয়সল যশরাজ ফিল্মসের ব্যানারে 'ইশ্কজাদে' ছবিটির কাজ শুরু করবেন শিগগিরই। আর এ ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক বনি কাপুর তনয় অর্জুন কাপুরের।
প্রেমকাহিনীনির্ভর এ ছবিতে অর্জুনের নায়িকা হওয়ার কথা ছিল যশরাজ ফিল্মসের দু-দুটি সুপারহিট সিনেমা 'রাব নে বানাদি জোড়ি' এবং 'ব্যান্ড বাজা বারাত'-এর সফল নায়িকা আনুশকা শর্মার। চিত্রনাট্য পছন্দ হওয়ায় ছবির প্রধান নায়িকা চরিত্রের জন্য আনুশকা অডিশনও দিয়েছিলেন। ফলে এ ছবিতে তিনি নিশ্চিতভাবে থাকছেন, সবাই ধরে নিয়েছিল। আনুশকা নিজেও এ ছবিতে অভিনয়ের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর বেশ ভালো বন্ধুত্বও গড়ে উঠেছিল কয়েক দিন একসঙ্গে অডিশনে অংশ নেওয়ার সুবাদে। কিন্তু অডিশন দিলেও আনুশকাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ছবির নির্মাতা গোষ্ঠী। তারা আনুশকাকে রোমান্টিক ধাঁচের নায়িকা চরিত্রটির জন্য মানানসই ভাবতে পারেনি। বরং তাঁকে বেশ উগ্র মনে হয়েছে চরিত্রটি রূপায়ণের জন্য। নায়িকা চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে। পরিণীতির রুপালি পর্দায় অভিষেক হবে যশরাজ ফিল্মসের মুক্তি প্রতীক্ষিত ছবি 'লেডিস ভার্সেস রিকি বাহ্ল'-এর মাধ্যমে। আর এ ছবির প্রধান নায়িকা চরিত্রে রূপদান করেছেন আনুশকা শর্মা। ইশ্কজাদে ছবি থেকে বাদ দেওয়া সহজভাবে মেনে নিতে পারছেন না দীর্ঘাঙ্গী এই নায়িকা। কিন্তু এর পরেও হতাশ নন আনুশকা। একটি ছবি হাত থেকে ফসকে গেছে, তো কী হয়েছে! তাঁর কাছে একের পর এক নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছে। সম্প্রতি প্রখ্যাত চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন ছবি 'মাতরু কি বিজলি কা মানদোলা'তে ইমরান খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা।
No comments