ঠিক এমনটাই চেয়েছিলেন ফেদেরার

তারার মেলা বসেছিল লন্ডনের ও-টু গ্যালারিতে। ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্ট পিরেসের মতো ফুটবল তারকাদের সঙ্গে ছিলেন ইংলিশ কজন মডেল ও পিপা মিডেলটনও। এই তারাদের মাঝে শুকতারা হয়েই জ্বলছিলেন রজার ফেদেরার। প্রথম খেলোয়াড় হিসেবে বছর শেষের লন্ডন এটিপি ট্যুর ফাইনালসে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতলেন তিনি। ফাইনালে সুইজারল্যান্ডের এই কিংবদন্তি ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন জো উইলফ্রায়েড সোঙ্গাকে।


শততম ফাইনাল আর বছর শেষের এ টুর্নামেন্টের রেকর্ড ষষ্ঠ শিরোপাটিকে ক্যারিয়ারেরই অন্যতম সেরা আখ্যায়িত করলেন ৩০ বছর বয়সী ফেদেরার, 'আমার অন্যতম সেরা অর্জন এটা। দারুণ খুশি আমি। বছরটাও শেষ করলাম খুব ভালোভাবে। এত ভালোভাবে এর আগে বছর শেষ করতে পারিনি কখনো।'
পাঁচটি করে এটিপি ট্যুর ফাইনালের শিরোপা আছে পিট সাম্প্রাস আর ইভান লেন্ডলের। পরশুর জয়ে ওই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন ফেদেরার। সেই সঙ্গে স্পর্শ করলেন লেন্ডলের এটিপি ট্যুর ফাইনালে ৩৯ ম্যাচ জয়ের রেকর্ডও। তাঁর চেয়ে বেশি বয়সে সর্বশেষ ১৯৭৫ সালে এ শিরোপা জিতেছিলেন ইলি নাস্তাসে। সাম্প্রাস, লেন্ডলের রেকর্ড ভাঙলেও তাঁদের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন না সর্বোচ্চ ১৬ গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা, 'এখনো মনে হচ্ছে না সাম্প্রাস আর লেন্ডলের চেয়ে ভালো খেলোয়াড় হয়ে গেছি আমি। তাঁরা সর্বকালের অন্যতম সেরা। তাঁদের সঙ্গে তুলনা হচ্ছে বলেই খুশি আমি।'
২০০২ সালের পর এ বছর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম না জিতলেও বছর শেষের তিনটি টুর্নামন্টের শিরোপাই পেয়েছেন ফেদেরার। বাসেল, প্যারিসের পর লন্ডন_এই তিনের সর্বশেষটি হলো তাঁর ক্যারিয়ারের ৭০তম। এমন ফর্মই আগামী বছর ধরে রাখতে চান অ্যান্ডি মারেকে পেছনে ফেলে আবার র‌্যাংকিংয়ের তিন নম্বরে উঠে আসা ফেদেরার, '১৭তম গ্র্যান্ড স্লাম আসবে কি না জানি না, তবে ২০১০ অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর কয়েকটি গ্র্যান্ড স্লাম জয়ের খুব কাছাকাছি ছিলাম। চেষ্টা করব আগামী বছরও। আগামী বছর লন্ডন অলিম্পিকে সোনা জয়েরও চেষ্টা করব।'
১৯৭০ সালের পর ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে বছর শেষের এ টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল জো উইলফ্রায়েড সোঙ্গার। দরকার হলে ভাঙা পায়ে খেলতে হলেও শিরোপাটা জেতার প্রতিজ্ঞা করেছিলেন তিনি। কিন্তু উল্টো টানা তৃতীয় ম্যাচ হেরে বসলেন ফেদেরারের কাছে। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ায় অবশ্য সন্তুষ্টিই ঝরল সোঙ্গার কণ্ঠে, 'এই রাতে দাঁড়াব আয়নার সামনে আর মনে মনে বলব লড়াই করেছি যথেষ্টই।' এপি

No comments

Powered by Blogger.