কাল থেকে তৃতীয় টেষ্ট-বিপরীত মেরুতে মিসবাহ-দিলশান

ধিনায়ক হিসেবে মিসবাহ-উল হক ও তিলকরত্নে দিলশানের ভাগ্য যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রতিকূল সময়ে দায়িত্ব নিয়েও পাকিস্তানের ক্রিকেট দলে শৃঙ্খলা ও সাফল্য দুই-ই ফিরিয়ে আনতে পেরেছেন তিনি। অন্যদিকে অধিনায়ক হয়ে কিছুটা দিশেহারা দিলশান, বিচ্ছিন্নভাবে সাফল্যের দেখা পেলেও টেস্ট জয় এখনো তাঁর অধরা।
স্পট ফিঙ্ংি কেলেঙ্কারিতে যখন পাকিস্তানের ক্রিকেট টালমাটাল, তখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিসবাহ।


পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসনের বিশ্বাস, পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্কের অধিকারী মিসবাহ। অধিনায়কত্বের অভিষেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইউনুস খানের সঙ্গে ১৮৬ রানের ম্যাচ-বাঁচানো জুটিতে তার কিছুটা প্রমাণ দিয়েছেন তিনি। ভাগ্যলক্ষ্মীও যেন তাঁর প্রতি সদয়। অধিনায়ক হিসেবে এখনো কোনো টেস্ট সিরিজ হারেননি তিনি। অন্যদিকে বিশ্বকাপ শেষে কুমার সাঙ্গাকারা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক করা হয় দিলশানকে। ইংল্যান্ড সফর, দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের পর মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সঙ্গে সিরিজ_তিনটি টেস্ট সিরিজের একটিতেও সিরিজজয়ী দলের নাম শ্রীলঙ্কা নয়। এমনকি অধিনায়ক হিসেবে এখনো টেস্ট জয়ের স্বাদবঞ্চিত দিলশান। এমন বিপ্রতীপ অবস্থান থেকেই আগামীকাল শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দল নিয়ে মাঠে নামছেন দুই অধিনায়ক। সিরিজে ১-০-তে এগিয়ে যাওয়া পাকিস্তান চাইছে ব্যবধানটা বাড়িয়ে শ্রীলঙ্কাকে টপকে টেস্ট র‌্যাংকিংয়ের পঞ্চমে উঠে আসতে, অন্যদিকে দিলশানের ভাবনা জুড়ে শুধু ব্যাটিং। 'আমরা শারজায় জয়ের জন্যই ঝাঁপাব। আমি সব ক্রিকেটারকেই বলেছি ইতিবাচক মানসিকতাটা ধরে রাখতে'_ম্যাচের আগের প্রস্তুতি নিয়ে এমন কথাই জানিয়েছেন মিসবাহ। সেই সঙ্গে সাফল্যের জন্য বাহ্বা দিয়েছেন দলের সবাইকে, বিশেষ করে তরুণ দুই ক্রিকেটার আসাদ শফিক ও আজহার আলীকে, 'আমাদের দলের সবচেয়ে ভালো দিকটা হলো, কোনো একজন বিশেষ গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই দলে। সবাই দলের গুরুত্বপূর্ণ অংশ। এ সিরিজে আমাদের ব্যাটিং ও বোলিং দুটোই ভালো হচ্ছে।' অন্যদিকে দিলশানের দুর্ভাবনার নাম ব্যাটিং, একমাত্র সাঙ্গাকারা ছাড়া সবার ব্যাটই যেন মরুভূমির মতোই নিষ্ফলা, 'ব্যাটিংটা ভাবাচ্ছে, সবশেষ ১৩ টেস্টের চারটিতে আমরা হেরেছি এবং সব হারের মূল কারণ আমাদের বাজে ব্যাটিং।' বিশেষ করে মাহেলা জয়াবর্ধনের ব্যাটের রান-খরাটা দলকে বেশ ভোগাচ্ছে। দিলশান নিজে ব্যাট করছেন পাঁচ নম্বরে, যদিও সীমিত ওভারের ম্যাচে নিয়মিতই ইনিংসের গোড়াপত্তন করেন এই ডানহাতি। দিলশান জানিয়েছেন, 'আমি ওপরের দিকে তরুণদের বেশি করে সুযোগ দিতে চাই, এ কারণে নিজে নামছি পাঁচে।'
শেষ টেস্টের আগে আরো একটি দুঃসংবাদ আছে শ্রীলঙ্কা দলের জন্য। সিরিজের প্রথম টেস্টে ১২০ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনেকে পাওয়া যাবে না শারজায়। আরো একটি পরিবর্তনের সম্ভাবনা আছে, তা হচ্ছে অফস্পিনার সুরাজ রানদিভের দলভুক্তি। এএফপি

No comments

Powered by Blogger.