নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের অসম আচরণ পরিবর্তনের আহবান

নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের অসম আচরণ পরিবর্তনের আহ্বান জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'বাংলাদেশের প্রান্তিক নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদ্যমান সেবাসমূহ : উদ্যোগ ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, 'অর্থনীতি সমাজের মূল ভিত্তি। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ন্ত্রকের ভূমিকা রাখছে।


' ক্ষুদ্র ও কুটির শিল্পে এবং নারী ক্ষমতায়নে শিল্প মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এ শিল্পের উন্নয়নে জেলাপর্যায়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরীগুলো কার্যকর করা, ক্ষুদ্র-মাঝারি ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়াসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি গভর্নর এম এ কাশেম বলেন, 'সভ্যতার অগ্রগতির সঙ্গে এ দেশের অবহেলিত প্রান্তিক নারীদেরও যথেষ্ট অগ্রগতি ঘটছে। আজ তাঁরা উদ্যোক্তা ও শিল্পমালিক হয়ে দেশের সামগ্রিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছেন। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সুযোগ দিচ্ছে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের মানবাধিকারবিষয়ক পরিচালক রীনা রায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার এলরিজ জে. ম্যাক উয়ান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। মূল প্রবন্ধ পাঠ করেন এবং সভাপতিত্ব করেন ফর দি উইমেন বাই দি উইমেনের চেয়ারপারসন শামসুন্নাহার। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের গবেষক ও অতিরিক্ত সচিব ফেরদৌস আরা বেগম।

No comments

Powered by Blogger.