'দারুণ টেস্ট ক্রিকেটার' হতে চান যুবরাজ
২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্যের জন্য জুটেছিল এ বছরের শুরুতে হয়ে যাওয়া বিশ্বকাপে টুর্নামেন্টসেরার পুরস্কারও। সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে এ মুহূর্তে ভারতের অন্যতম সেরা তারকা যুবরাজ সিং। অথচ সেই ভারতেরই টেস্ট দলে জায়গা হচ্ছে না তাঁর। ইনজুরি আর পড়তি ফর্ম মিলিয়ে বেশ অনিয়মিত তিনি। কিছুটা তো আফসোস আছেই। কিন্তু সেই আফসোসের চেয়েও বেশি আছে দৃঢ় সংকল্প। একসময় ওয়ানডের মতো টেস্টেও ভারতীয় দলে নিয়মিত হবেন তিনি।
ক্যারিয়ারটা শেষ হলে যেন মানুষ তাঁকে একজন দারুণ টেস্ট ক্রিকেটার হিসেবে মনে রাখে_আপাতত এটাই সবচেয়ে বড় স্বপ্ন ভারতীয় এ অলরাউন্ডারের।
স্বপ্ন পূরণের পথে বেশ কিছু বাধাও আছে। এর মধ্যে একটা তাঁর বয়স। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান আর কিছুদিন পরেই ত্রিশে পা দেবেন। সোনালি সময়টা একটু একটু করে পেছনে চলে যাচ্ছে তাঁর। এ বয়সে আবার নতুন করে টেস্ট দলে নিয়মিত হয়ে ওঠার জন্য লড়াইয়ে নামা কিছুটা তো কঠিনই। দ্বিতীয় বাধাটা তাঁর ইনজুরিপ্রবণতা। এটাকেই সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করছেন ভারতীয় এ অলরাউন্ডার। নয়ডায় নিজের গড়া ক্রিকেট একাডেমী উদ্বোধন করতে গিয়ে তাই জানালেন ইনজুরিটা যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে দেশের জন্য আরো অনেক দিন খেলে যেতে চান তিনি। হতে চান টেস্ট দলের নিয়মিত সদস্যও, 'আমার মধ্যে এখনো ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে। জানি ইনজুরি একটা বড় বাধা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারলে টেস্ট দলে নিয়মিত হওয়াটা কোনো কঠিন হবে না।'
কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে মাঝপথে ফিরে এসেছেন চোট পেয়ে। একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের দেশে সিরিজটাতেও থাকতে পারেননি। কিন্তু এই সময়টা একেবারে বসে থাকেননি যুবরাজ। চোট সেরে ওঠার পর কঠোর পরিশ্রম করেছেন নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য। এখন নিজেকে নিয়ে অনেক সন্তুষ্ট তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজেই সেরাটা দেখাতে চান এবং হয়ে উঠতে চান ভারতের টেস্ট দলের অপরিহার্য সদস্য, 'এখন আমি পুরোপুরি ফিট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মনে রাখার মতো কিছু করে দেখাতে চাই যাতে টেস্ট দলে জায়গা নিয়ে আমাকে আর ভাবতে না হয়।' ঘন ঘন ইনজুরিতে পড়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য ভবিষ্যতে আরো সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন যুবরাজ। পিটিআই
স্বপ্ন পূরণের পথে বেশ কিছু বাধাও আছে। এর মধ্যে একটা তাঁর বয়স। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান আর কিছুদিন পরেই ত্রিশে পা দেবেন। সোনালি সময়টা একটু একটু করে পেছনে চলে যাচ্ছে তাঁর। এ বয়সে আবার নতুন করে টেস্ট দলে নিয়মিত হয়ে ওঠার জন্য লড়াইয়ে নামা কিছুটা তো কঠিনই। দ্বিতীয় বাধাটা তাঁর ইনজুরিপ্রবণতা। এটাকেই সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করছেন ভারতীয় এ অলরাউন্ডার। নয়ডায় নিজের গড়া ক্রিকেট একাডেমী উদ্বোধন করতে গিয়ে তাই জানালেন ইনজুরিটা যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে দেশের জন্য আরো অনেক দিন খেলে যেতে চান তিনি। হতে চান টেস্ট দলের নিয়মিত সদস্যও, 'আমার মধ্যে এখনো ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে। জানি ইনজুরি একটা বড় বাধা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারলে টেস্ট দলে নিয়মিত হওয়াটা কোনো কঠিন হবে না।'
কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে মাঝপথে ফিরে এসেছেন চোট পেয়ে। একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের দেশে সিরিজটাতেও থাকতে পারেননি। কিন্তু এই সময়টা একেবারে বসে থাকেননি যুবরাজ। চোট সেরে ওঠার পর কঠোর পরিশ্রম করেছেন নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য। এখন নিজেকে নিয়ে অনেক সন্তুষ্ট তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজেই সেরাটা দেখাতে চান এবং হয়ে উঠতে চান ভারতের টেস্ট দলের অপরিহার্য সদস্য, 'এখন আমি পুরোপুরি ফিট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মনে রাখার মতো কিছু করে দেখাতে চাই যাতে টেস্ট দলে জায়গা নিয়ে আমাকে আর ভাবতে না হয়।' ঘন ঘন ইনজুরিতে পড়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য ভবিষ্যতে আরো সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন যুবরাজ। পিটিআই
No comments