তামিমের জয়, হারলেন সাকিব
ইংল্যান্ডে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের দুই রকমের দিন কাটল গতকাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশ সহ-অধিনায়ক তামিমের দল নটিংহ্যামশায়ার ৬ উইকেটে জিতেছে ইয়র্কশায়ারের বিপক্ষে। আর বাংলাদেশ অধিনায়ক সাকিবের উস্টারশায়ার ডারহামের কাছে হেরে গেছে ২৮ রানে।
পারফরম্যান্সেও সাকিব পিছিয়ে ছিলেন তামিমের চেয়ে। ইয়র্কশায়ারের ১৫২ রানের জবাবে ১৮.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তামিমের নটিংহ্যামশায়ার। অভিষেকে ১২ বলে ৮ রান করা তামিম কাল ফিরেছেন স্বরূপে। শুরুতে দেখেশুনেই খেলছিলেন, প্রথম ২৫ বলে করেছিলেন ১৯ রান। টানা দুই বলে আদিল রশিদকে চার-ছয় মেরে ঝড়ের শুরু। পরের ওভারে আজিম রফিকের ৫ বলে নিলেন ১৪। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৭ বলে ৪৭ রান করে।
তামিম রানের দেখা পেলেও এখনো তা অধরা সাকিবের কাছে। ডারহামের বিপক্ষে কাল আউট হয়েছেন প্রথম বলেই, ফিরতি ক্যাচ দিয়েছেন পল কলিংউডকে। ১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩৩ রানে অলআউটন হয়ে যায় উস্টারশায়ার। এর আগে বল হাতে সাকিব প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ১৮ রান। শেষ ওভারে প্রথম ৫ বলে ১৭ দেওয়ার পর শেষ বলে পেয়েছেন ইয়ান ব্ল্যাকওয়েলের উইকেট।
পারফরম্যান্সেও সাকিব পিছিয়ে ছিলেন তামিমের চেয়ে। ইয়র্কশায়ারের ১৫২ রানের জবাবে ১৮.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তামিমের নটিংহ্যামশায়ার। অভিষেকে ১২ বলে ৮ রান করা তামিম কাল ফিরেছেন স্বরূপে। শুরুতে দেখেশুনেই খেলছিলেন, প্রথম ২৫ বলে করেছিলেন ১৯ রান। টানা দুই বলে আদিল রশিদকে চার-ছয় মেরে ঝড়ের শুরু। পরের ওভারে আজিম রফিকের ৫ বলে নিলেন ১৪। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৭ বলে ৪৭ রান করে।
তামিম রানের দেখা পেলেও এখনো তা অধরা সাকিবের কাছে। ডারহামের বিপক্ষে কাল আউট হয়েছেন প্রথম বলেই, ফিরতি ক্যাচ দিয়েছেন পল কলিংউডকে। ১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩৩ রানে অলআউটন হয়ে যায় উস্টারশায়ার। এর আগে বল হাতে সাকিব প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ১৮ রান। শেষ ওভারে প্রথম ৫ বলে ১৭ দেওয়ার পর শেষ বলে পেয়েছেন ইয়ান ব্ল্যাকওয়েলের উইকেট।
No comments