রোনালদো রিয়াল ছাড়বেন, যদি...
ক্রিস্টিয়ানো রোনালদোকে পেতে লোভনীয় টোপ ফেলে রেখেছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ তারকাও জানালেন, ইংল্যান্ডে ফিরবেন তিনি। না, এতেই সিটির খুশি হওয়ার কিছু নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে চাওয়ার সঙ্গে ম্যানইউর সাবেক এই খেলোয়াড় জুড়ে দিয়েছেন দুটো ‘যদি’। প্রথমত, রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা, আর দ্বিতীয়ত, কোচ হোসে মরিনহো যদি ছেড়ে যান রিয়াল।
সানডে মিররকে রোনালদো বলেছেন, ‘স্পেন ছাড়লে আমি আবার প্রিমিয়ার লিগেই ফিরব। কিন্তু সেটি এখন নয়। আমি প্রথমে চাই চ্যাম্পিয়নস লিগ জিততে।’ এরপর বলেছেন, ‘মরিনহো মাদ্রিদে থাকছেন, তাই আমিও এখানে থাকছি। উনি যদি চেলসিতে যান আমিও রিয়াল ছাড়ব। আমি ম্যানচেস্টার সিটিতেই যেতাম।
সানডে মিররকে রোনালদো বলেছেন, ‘স্পেন ছাড়লে আমি আবার প্রিমিয়ার লিগেই ফিরব। কিন্তু সেটি এখন নয়। আমি প্রথমে চাই চ্যাম্পিয়নস লিগ জিততে।’ এরপর বলেছেন, ‘মরিনহো মাদ্রিদে থাকছেন, তাই আমিও এখানে থাকছি। উনি যদি চেলসিতে যান আমিও রিয়াল ছাড়ব। আমি ম্যানচেস্টার সিটিতেই যেতাম।
No comments