চ্যাম্পিয়নস লিগটা চাই-ই রোনালদোর!
দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আবারও তিনি ইংল্যান্ডেই ফিরে যেতে পারেন, এবারের দল বদলের মৌসুমে এমন গুজব উঠেছিল বেশ জোরেশোরেই। রোনালদো নিজেও সে কথা অস্বীকার করেননি। এমনকি রোনালদোর মনেও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার একটা সুপ্ত আকাঙ্ক্ষা উঁকি-ঝুঁকি মারছিল। তবে আপাতত রিয়াল ছাড়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন তিনি। আপাতত রিয়ালের হয়ে আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার লক্ষ্যেই মনস্থির করতে চান এই পর্তুগিজ স্ট্রাইকার।
ম্যানচেস্টার সিটি থেকে রোনালদোকে সরাসরি কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে তাঁকে দলে ভেড়ানোর জন্য ম্যান সিটির মালিক সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ড খরচ করতেও রাজি আছেন বলে রিপোর্ট করেছিল সানডে মিরর। এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরে রোনালদো বলেছেন, ‘আমি যদি স্পেন থেকে কোথাও যাই, তাহলে আবার ইংল্যান্ডেই যাব। কিন্তু এখনই না। প্রথমে আমরা চ্যাম্পিয়নস লিগটা জিততে চাই। বছরে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটা শুনে খুব ভালো লেগেছে। কিন্তু আমি আমার এজেন্টের সঙ্গে কথা বলেছি আর এখন মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদে থাকাটাই আমার জন্য বেশি ভালো হবে। কারণ পরবর্তী মৌসুমে আমরাই সেরা দল হিসেবে থাকতে চাই। হোসে মরিনহোও রিয়ালেই থাকছেন। তিনি যদি চেলসিতে চলে যেতেন, তাহলে আমিও হয়তো ম্যান সিটিতে চলে যেতাম।’
ম্যানচেস্টার সিটি থেকে রোনালদোকে সরাসরি কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে তাঁকে দলে ভেড়ানোর জন্য ম্যান সিটির মালিক সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ড খরচ করতেও রাজি আছেন বলে রিপোর্ট করেছিল সানডে মিরর। এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরে রোনালদো বলেছেন, ‘আমি যদি স্পেন থেকে কোথাও যাই, তাহলে আবার ইংল্যান্ডেই যাব। কিন্তু এখনই না। প্রথমে আমরা চ্যাম্পিয়নস লিগটা জিততে চাই। বছরে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটা শুনে খুব ভালো লেগেছে। কিন্তু আমি আমার এজেন্টের সঙ্গে কথা বলেছি আর এখন মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদে থাকাটাই আমার জন্য বেশি ভালো হবে। কারণ পরবর্তী মৌসুমে আমরাই সেরা দল হিসেবে থাকতে চাই। হোসে মরিনহোও রিয়ালেই থাকছেন। তিনি যদি চেলসিতে চলে যেতেন, তাহলে আমিও হয়তো ম্যান সিটিতে চলে যেতাম।’
No comments