এবার আর্জেন্টিনায় চোখ কলম্বিয়ার
লিওনেল মেসি আর রাদামেল ফ্যালকাও এক বিন্দুতে মিলে গেছেন। ক্লাবের দুর্দান্ত পারফরম্যান্সের অনুবাদ জাতীয় দলে করতে পারেননি একজনও। যদিও মেসির আর্জেন্টিনা আর ফ্যালকাওয়ের কলম্বিয়ার কোপা-অভিযানের শুরুটা হয়েছে দুই রকম। আর্জেন্টিনা বলিভিয়ার সঙ্গে ড্র দিয়ে শুরু করলেও কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে কোপার অতিথি দল কোস্টারিকাকে হারিয়েছে ১-০ গোলে।
পোর্তোর সদ্যসমাপ্ত মৌসুমে দারুণ খেলেছেন ফ্যালকাও। জিতেছেন ইউরোপা লিগ, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পরশু কলম্বিয়ার জার্সি গায়ে আলো ছড়াতে পারেননি। ১০ জনের কোস্টারিকাকে কলম্বিয়া হারিয়েছে জার্মানির হার্থা বার্লিনে খেলা আদ্রিয়ান রামোসের গোলে। এএফপি।
২০০১ সালের কোপা বিজয়ী কলম্বিয়ার পরের ম্যাচ ৭ জুলাই, প্রতিপক্ষ আর্জেন্টিনা। আপাতত এই ম্যাচেই চোখ ভালদেরামার দেশের। গোলদাতা রামোস বলেছেন তাঁরা ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছেন, ‘আমরা এখন আর্জেন্টিনা ম্যাচেই মনঃসংযোগ করছি। আমরা যে প্রস্তুত সেটি নিশ্চিত করতে কঠিন অনুশীলন করতে হবে। জয় দিয়ে শুরু করতে পারা দারুণ। আমাদের আত্মবিশ্বাসটা এতে বেড়ে গেছে।’
পোর্তোর সদ্যসমাপ্ত মৌসুমে দারুণ খেলেছেন ফ্যালকাও। জিতেছেন ইউরোপা লিগ, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পরশু কলম্বিয়ার জার্সি গায়ে আলো ছড়াতে পারেননি। ১০ জনের কোস্টারিকাকে কলম্বিয়া হারিয়েছে জার্মানির হার্থা বার্লিনে খেলা আদ্রিয়ান রামোসের গোলে। এএফপি।
২০০১ সালের কোপা বিজয়ী কলম্বিয়ার পরের ম্যাচ ৭ জুলাই, প্রতিপক্ষ আর্জেন্টিনা। আপাতত এই ম্যাচেই চোখ ভালদেরামার দেশের। গোলদাতা রামোস বলেছেন তাঁরা ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছেন, ‘আমরা এখন আর্জেন্টিনা ম্যাচেই মনঃসংযোগ করছি। আমরা যে প্রস্তুত সেটি নিশ্চিত করতে কঠিন অনুশীলন করতে হবে। জয় দিয়ে শুরু করতে পারা দারুণ। আমাদের আত্মবিশ্বাসটা এতে বেড়ে গেছে।’
No comments