মিডিয়া কাপ ফুটবল
‘কুল বিএসজেএ’ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাভিশন, আরটিভি, চ্যানেল আই ও একুশে টেলিভিশন। গতকাল কোয়ার্টার ফাইনালে বাংলাভিশন ১-০ গোলে রেডিও টুডেকে, একুশে টিভি ১-০ গোলে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে, আরটিভি ১-০ গোলে দৈনিক ডেসটিনিকে ও চ্যানেল আই ২-০ গোলে এটিএন নিউজকে হারিয়েছে। আজই দুটি সেমিফাইনাল।
No comments