সোনিয়া-শচীনের পর এবার শীলা
কলকাতা প্রতিনিধি
ভারতের উদ্যান-বিশেষজ্ঞ হাজি কালিমুল্লা গত মে মাসে তাঁর উদ্ভাবিত নতুন জাতের আমের নাম দিয়েছিলেন ‘সোনিয়া’। এর আগে ‘শচীন’ ও ‘ঐশ্বরিয়া’র নামেও আমের নামকরণ করেছিলেন তিনি। এবার তারিক মুস্তফা নামের এক বিশেষজ্ঞ তাঁর উদ্ভাবিত আমের নাম দিয়েছেন ‘শীলা’।
তারিক মুস্তফা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নামে আমের ওই নামকরণ করা হয়েছে। শঙ্কর জাতের শীলা আম চারা কলম করে ফলানো হয়েছে। এ আমের রং খুবই চমৎকার। আর স্বাদও অপূর্ব।
তারিক মুস্তফার বাড়ি উত্তর প্রদেশে। তাঁর আছে আমের বাগান। শীলা আম নিয়ে তারিক এবার হাজির হয়েছেন দিল্লির আম উৎসবে। শুক্রবার থেকে শুরু হয় এ উৎসব। এতে প্রদর্শিত হচ্ছে ৪০০ রকমের আম। তবে এবারের সেরা আকর্ষণ শীলা আম।
সারা বিশ্বে বর্তমানে এক হাজার ২০০ জাতের আম রয়েছে। এর মধ্যে ভারতেই রয়েছে অন্তত এক হাজার জাতের আম।
ভারতের উদ্যান-বিশেষজ্ঞ হাজি কালিমুল্লা গত মে মাসে তাঁর উদ্ভাবিত নতুন জাতের আমের নাম দিয়েছিলেন ‘সোনিয়া’। এর আগে ‘শচীন’ ও ‘ঐশ্বরিয়া’র নামেও আমের নামকরণ করেছিলেন তিনি। এবার তারিক মুস্তফা নামের এক বিশেষজ্ঞ তাঁর উদ্ভাবিত আমের নাম দিয়েছেন ‘শীলা’।
তারিক মুস্তফা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নামে আমের ওই নামকরণ করা হয়েছে। শঙ্কর জাতের শীলা আম চারা কলম করে ফলানো হয়েছে। এ আমের রং খুবই চমৎকার। আর স্বাদও অপূর্ব।
তারিক মুস্তফার বাড়ি উত্তর প্রদেশে। তাঁর আছে আমের বাগান। শীলা আম নিয়ে তারিক এবার হাজির হয়েছেন দিল্লির আম উৎসবে। শুক্রবার থেকে শুরু হয় এ উৎসব। এতে প্রদর্শিত হচ্ছে ৪০০ রকমের আম। তবে এবারের সেরা আকর্ষণ শীলা আম।
সারা বিশ্বে বর্তমানে এক হাজার ২০০ জাতের আম রয়েছে। এর মধ্যে ভারতেই রয়েছে অন্তত এক হাজার জাতের আম।
No comments