আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ৩৫
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গত বুধবার রাতে তালেবান জঙ্গিরা একটি সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ সময় তালেবান জঙ্গি ও কোম্পানির নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রাদেশিক মুখপাত্র রুহুল্লাহ সামুন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রদেশের পূর্বাঞ্চলীয় ওই আফগান প্রতিষ্ঠানে তালেবান জঙ্গিদের বড় একটি দল হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের সবাই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ও কর্মকর্তা। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে আট তালেবানও নিহত হয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, ওই হামলায় ৪০ জন নিহত হয়েছে।
প্রাদেশিক মুখপাত্র রুহুল্লাহ সামুন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রদেশের পূর্বাঞ্চলীয় ওই আফগান প্রতিষ্ঠানে তালেবান জঙ্গিদের বড় একটি দল হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের সবাই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ও কর্মকর্তা। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে আট তালেবানও নিহত হয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, ওই হামলায় ৪০ জন নিহত হয়েছে।
No comments