আবারও ফ্যাব্রিগাসের পেছনে বার্সা
বিশ্বকাপের পর থেকেই আর্সেনাল অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে দলে ভেড়ানোর চেষ্টা করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শেষ হওয়ার পর আবার এই স্প্যানিশ মিডফিল্ডারকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কাতালানরা। ফ্যাব্রিগাসকে পেতে দুজন খেলোয়াড় ও সর্বোচ্চ ২৬ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি আছে স্প্যানিশ লিগ জয়ীরা।
২৮ মে ইউরোপসেরার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের পরপরই তারা ফ্যাব্রিগাসকে দলে ভেড়ানোর চেষ্টা শুরু করবে বলে জানা গেছে। তবে মাঝমাঠের প্রধান ভরসা ফ্যাব্রিগাসকে খুব সহজে ছাড়তে রাজি হচ্ছে না আর্সেনাল। তবে শেষ পর্যন্ত ছাড়তে হলেও ফ্যাব্রিগাসের জন্য ৪৫ মিলিয়ন ইউরো দাবি করবে তারা। যদিও ফ্যাব্রিগাসকে কোনো মতেই হাতছাড়া করতে চান না আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেছেন, ‘আমি ফ্যাব্রিগাসকে আর্সেনালেই দেখতে চাই। আর তাকে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাঁর মতো উঁচুমানের ফুটবলারকে দলে রাখার জন্য যে কেউ-ই সেটা করবে।
২৮ মে ইউরোপসেরার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের পরপরই তারা ফ্যাব্রিগাসকে দলে ভেড়ানোর চেষ্টা শুরু করবে বলে জানা গেছে। তবে মাঝমাঠের প্রধান ভরসা ফ্যাব্রিগাসকে খুব সহজে ছাড়তে রাজি হচ্ছে না আর্সেনাল। তবে শেষ পর্যন্ত ছাড়তে হলেও ফ্যাব্রিগাসের জন্য ৪৫ মিলিয়ন ইউরো দাবি করবে তারা। যদিও ফ্যাব্রিগাসকে কোনো মতেই হাতছাড়া করতে চান না আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেছেন, ‘আমি ফ্যাব্রিগাসকে আর্সেনালেই দেখতে চাই। আর তাকে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাঁর মতো উঁচুমানের ফুটবলারকে দলে রাখার জন্য যে কেউ-ই সেটা করবে।
No comments