শচীন-ওয়ার্নের শেষ দ্বৈরথ!
কত রূপকথার জন্ম দিয়েছেন—ব্যক্তিগত দিক থেকে বটেই, মুখোমুখি লড়াইয়েও। একজন ব্যাটিং কিংবদন্তি, অন্যজন কিংবদন্তি স্পিন রাজত্বে। দুই মেরুর দুই তারকা শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন লড়ছেন নিজেদের শেষ মুখোমুখি লড়াইয়ে!
সামনে দীর্ঘ সময়, এখনই কি শেষ বলে দেওয়া ঠিক হবে? প্রশ্নটা করতেই পারেন অনেকে। তার পরও বলব, এই দুই কিংবদন্তি ক্রিকেটারের দ্বৈরথের শেষ চিত্রনাট্যটা মঞ্চস্থ হয়েছে মুম্বাইয়ে। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকায় আজ শেষ হতে চলেছে রাজস্থান রয়্যালসের আইপিএল আসর। শেষ হতে চলেছে চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নের আইপিএল অধ্যায়ও। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক শচীন টেন্ডুলকারের সঙ্গে ওয়ার্নের দ্বৈরথটা তাই ‘শেষ’ বলে দেওয়াই ভালো।
সামনে দীর্ঘ সময়, এখনই কি শেষ বলে দেওয়া ঠিক হবে? প্রশ্নটা করতেই পারেন অনেকে। তার পরও বলব, এই দুই কিংবদন্তি ক্রিকেটারের দ্বৈরথের শেষ চিত্রনাট্যটা মঞ্চস্থ হয়েছে মুম্বাইয়ে। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকায় আজ শেষ হতে চলেছে রাজস্থান রয়্যালসের আইপিএল আসর। শেষ হতে চলেছে চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নের আইপিএল অধ্যায়ও। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক শচীন টেন্ডুলকারের সঙ্গে ওয়ার্নের দ্বৈরথটা তাই ‘শেষ’ বলে দেওয়াই ভালো।
No comments