সাকিব ফেরালেন সৌরভকে
পুনে ওয়ারিয়র্স বনাম কলকাতা নাইট রাইডার্স নয়, এই ম্যাচের নাম অনেক আগেই হয়ে গেছে সৌরভ বনাম কলকাতা ম্যাচ। এমন ‘উত্তপ্ত’ পরিস্থিতিতে ৫ ম্যাচ পর নাইট রাইডার্স একাদশে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক প্রথম ওভারে বোলিং করেছেন সেই সৌরভকেই। দুবার অল্পের জন্য পার পেলেও ১৮ রান করে সাবেক কলকাতা অধিনায়ক শেষ পর্যন্ত আউট হয়েছেন সাকিবের বলেই। মুম্বাইয়ের স্পিন উপযোগী উইকেটে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব, ৪ ওভারের টানা স্পেলে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সৌরভের দলও বেশি এগোতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান তুলেছে তারা। ৩.২ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। অপরাজিত ৫৪ রান (৪৬ বল) করেছেন ওপেনার গৌতম গম্ভীর। ২৩ রানে ২ উইকেট নেওয়া ম্যাচসেরা ইউসুফ পাঠান করেছেন ২৫ বলে ২৯ রান।
No comments