আর্জেন্টিনায় বিমান বিধ্বস্ত হয়ে ২২ আরোহী নিহত
আর্জেন্টিনায় গত বুধবার একটি বিমান বিধ্বস্ত হয়ে এর ২২ আরোহীর সবাই নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রিও নিগ্রো প্রদেশের পাতাগোনিয়া এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান পরিচালনাকারী কোম্পানি সোল এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় রাত নয়টার দিকে শেষবারের মতো নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ হয়। এর পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় একটি হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের একজন আরোহীকেও জীবিত পাওয়া যায়নি। সবকিছু ধ্বংস হয়ে গেছে; পুড়ে ছাই হয়ে গেছে।
সাব ৩৪০ বিমানটি রিও নিগ্রো প্রদেশের নিওকুয়েন ও কোমোডোরো রিভাডাভিয়া শহরের মধ্যে চলাচল করত। দুর্ঘটনার সময় এতে একটি শিশুসহ ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।
বিমান পরিচালনাকারী কোম্পানি সোল এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় রাত নয়টার দিকে শেষবারের মতো নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ হয়। এর পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় একটি হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের একজন আরোহীকেও জীবিত পাওয়া যায়নি। সবকিছু ধ্বংস হয়ে গেছে; পুড়ে ছাই হয়ে গেছে।
সাব ৩৪০ বিমানটি রিও নিগ্রো প্রদেশের নিওকুয়েন ও কোমোডোরো রিভাডাভিয়া শহরের মধ্যে চলাচল করত। দুর্ঘটনার সময় এতে একটি শিশুসহ ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।
No comments