ইটিএর স্থায়ী যুদ্ধ বিরতি ঘোষণা
স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য সংগঠনটি ১৯৬৮ সাল থেকে লড়াই করে আসছে। এ পর্যন্ত ৮০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ইটিএর পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বলা হয়, সময় এসেছে ঐতিহাসিক দায়িত্ব নেওয়ার। তাই তারা স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই ঘোষণার যথার্থতা যাচাই করতে পারে। স্পেন সরকার বলেছে ইটিএর এই ঘোষণা যথেষ্ঠ নয়।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ইটিএর পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বলা হয়, সময় এসেছে ঐতিহাসিক দায়িত্ব নেওয়ার। তাই তারা স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই ঘোষণার যথার্থতা যাচাই করতে পারে। স্পেন সরকার বলেছে ইটিএর এই ঘোষণা যথেষ্ঠ নয়।
No comments