সুদানের উত্তর-দক্ষিণ সীমান্তে সংঘর্ষে ২৩ জন নিহত
দক্ষিণ সুদানের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো গণভোট অনুষ্ঠিত হয়েছে। এদিকে সুদানের উত্তর-দক্ষিণ সীমান্তে গত তিন দিনে সংর্ঘষে ২৩ জন নিহত হয়েছে। দক্ষিণ সুদানে স্বাধীনতার প্রশ্নে গণভোট শুরু হওয়ার আগের দিন থেকে এ সংঘর্ষের সূচনা হয়।
দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার কারণে পূর্ব নির্ধারিত ৯ জানুয়ারি সেখানে গণভোট অনুষ্ঠিত হতে পারেনি। আবেয়ি এলাকার নেতারা জানিয়েছেন, উত্তর সুদানসমর্থিত আরব মিলিশিয়াদের হামলায় গত তিন দিনে ২৩ জন নিহত হয়েছে। আবেয়ি প্রশাসনের মুখপাত্র চার্লস আবেয়ি জানিয়েছেন, সুদান সরকারের মদদে পরিচালিত মিসেরিয়া মিলিশিয়ারা গত রোববার ম্যাকার গ্রামে হামলা চালিয়েছে। তারা মূলত আরব এবং অখণ্ড সুদানের পক্ষপাতি। তারা সেখানে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। চার্লস জানান, প্রথম দিনের হামলায় একজন, দ্বিতীয় দিনের হামলায় নয়জন এবং গত রোববারের হামলায় ১৩ জন নিহত হয়েছে।
মিসেরিয়ার নেতা মুকতার বাবু নিমার জানিয়েছেন, রোববারের সংঘর্ষে তাঁর দলের ১৩ জন নিহত হয়েছে। সংঘর্ষ শুরুর জন্য তিনি দক্ষিণ সুদানের যোদ্ধাদের দায়ী করেন।
দৃশ্যত তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সুদানের দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ সুদান চাইছে এ অঞ্চলকে উত্তর সুদানের বাসিন্দাদের কর্তৃত্বমুক্ত করতে।
এদিকে গতকাল সোমবার দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় দিনের মতো গণভোট অনুষ্ঠিত হয়েছে। গতকালও বিপুলসংখ্যক লোক ভোট দেয়।
স্বাগত জানালেন ওবামা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ সুদানের গণভোটকে স্বাগত জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বিগত ৫০ বছরের গৃহযুদ্ধে ২০ লাখ লোক নিহত এবং আরও কয়েক লাখ লোক উদ্বাস্তু হওয়ার পর এ গণভোট দক্ষিণ সুদানের বাসিন্দাদের সামনে একটি বিরাট সুযোগ নিয়ে এসেছে।
দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার কারণে পূর্ব নির্ধারিত ৯ জানুয়ারি সেখানে গণভোট অনুষ্ঠিত হতে পারেনি। আবেয়ি এলাকার নেতারা জানিয়েছেন, উত্তর সুদানসমর্থিত আরব মিলিশিয়াদের হামলায় গত তিন দিনে ২৩ জন নিহত হয়েছে। আবেয়ি প্রশাসনের মুখপাত্র চার্লস আবেয়ি জানিয়েছেন, সুদান সরকারের মদদে পরিচালিত মিসেরিয়া মিলিশিয়ারা গত রোববার ম্যাকার গ্রামে হামলা চালিয়েছে। তারা মূলত আরব এবং অখণ্ড সুদানের পক্ষপাতি। তারা সেখানে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। চার্লস জানান, প্রথম দিনের হামলায় একজন, দ্বিতীয় দিনের হামলায় নয়জন এবং গত রোববারের হামলায় ১৩ জন নিহত হয়েছে।
মিসেরিয়ার নেতা মুকতার বাবু নিমার জানিয়েছেন, রোববারের সংঘর্ষে তাঁর দলের ১৩ জন নিহত হয়েছে। সংঘর্ষ শুরুর জন্য তিনি দক্ষিণ সুদানের যোদ্ধাদের দায়ী করেন।
দৃশ্যত তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সুদানের দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ সুদান চাইছে এ অঞ্চলকে উত্তর সুদানের বাসিন্দাদের কর্তৃত্বমুক্ত করতে।
এদিকে গতকাল সোমবার দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় দিনের মতো গণভোট অনুষ্ঠিত হয়েছে। গতকালও বিপুলসংখ্যক লোক ভোট দেয়।
স্বাগত জানালেন ওবামা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ সুদানের গণভোটকে স্বাগত জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বিগত ৫০ বছরের গৃহযুদ্ধে ২০ লাখ লোক নিহত এবং আরও কয়েক লাখ লোক উদ্বাস্তু হওয়ার পর এ গণভোট দক্ষিণ সুদানের বাসিন্দাদের সামনে একটি বিরাট সুযোগ নিয়ে এসেছে।
No comments