ভারতে ফুটবল বিশ্বকাপ
২০১১ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্বাগতিক ভারত। ১৬ বছর পর এই ভারত হতে পারে ফুটবল বিশ্বকাপেরও আয়োজক। না, উড়ো খবর বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। সম্ভাবনার কথাটি জানিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নিজেই। ২০২২ বিশ্বকাপ হবে এশিয়ার দেশ কাতারে। ব্ল্যাটার বলছেন, এরপরের বিশ্বকাপের স্বাগতিক হতে পারে ভারত।
১২০ কোটি মানুষের দেশ ভারত। ব্ল্যাটার ভারতকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম সম্ভাব্য স্বাগতিক হিসেবে চিহ্নিত করছেন এই বিপুল জনসংখ্যার দিকে দৃষ্টি রেখেই। দ্য টেলিগ্রাফকে ফিফা সভাপতি বলেছেন, ‘যদি আমরা নতুন কোনো ভূখণ্ড বা এলাকা ঠিক করি, যেখানে ফুটবলটা হতে পারে জীবনের শ্রেয়তর অংশ, তাহলে উপমহাদেশ, ভারতের নামই আসে। কারণ ওখানে রয়েছে ১২০ কোটি মানুষ।’ যত বেশি মানুষ, তত বড় বাজার। ব্ল্যাটার তাই বলছেন, ‘এটা সত্যিই এক দ্বৈত বাজার। স্রেফ ফুটবলের বাজারই নয়, অর্থনীতিরও। আসলেই ভারত সত্যিকারের শক্তি।’
কিছুদিন আগে কমনওয়েলথ গেমস আয়োজন করতে গিয়ে ত্রুটিপূর্ণ অবকাঠামো এবং প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয় ভারত। ব্ল্যাটারের এই দৃষ্টিভঙ্গি তাই প্রশংসনীয়ই।
১২০ কোটি মানুষের দেশ ভারত। ব্ল্যাটার ভারতকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম সম্ভাব্য স্বাগতিক হিসেবে চিহ্নিত করছেন এই বিপুল জনসংখ্যার দিকে দৃষ্টি রেখেই। দ্য টেলিগ্রাফকে ফিফা সভাপতি বলেছেন, ‘যদি আমরা নতুন কোনো ভূখণ্ড বা এলাকা ঠিক করি, যেখানে ফুটবলটা হতে পারে জীবনের শ্রেয়তর অংশ, তাহলে উপমহাদেশ, ভারতের নামই আসে। কারণ ওখানে রয়েছে ১২০ কোটি মানুষ।’ যত বেশি মানুষ, তত বড় বাজার। ব্ল্যাটার তাই বলছেন, ‘এটা সত্যিই এক দ্বৈত বাজার। স্রেফ ফুটবলের বাজারই নয়, অর্থনীতিরও। আসলেই ভারত সত্যিকারের শক্তি।’
কিছুদিন আগে কমনওয়েলথ গেমস আয়োজন করতে গিয়ে ত্রুটিপূর্ণ অবকাঠামো এবং প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয় ভারত। ব্ল্যাটারের এই দৃষ্টিভঙ্গি তাই প্রশংসনীয়ই।
No comments