স্বীকৃতি পেলো জাপান
স্পোর্টস ডেস্ক: ২০১১ সালটি ছিল জাপানিদের ইতিহাসে মারাত্মক বিপর্যয়ের বছর। গত ১১ই মার্চ ভূমিকম্প ও সুনামির তোড়ে জাপানে জানমালের ক্ষতিটা ছিল লোমহর্ষক। কিন্তু দৃঢ়চেতা জাপানিরা তাদের ফুটবলেও সেরা সময়টা কাটিয়েছে গত বছরই। প্রথম দল হিসেবে এশিয়ান কাপ হাতে তোলে চতুর্থবার। নিজ দেশে ক্লাব বিশ্বকাপ আসর সাজায় সফলতার সঙ্গে। আর নিজেদের ৯০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে জাপানি মেয়েরা। সহজ ছিল না এসব। দেশজুড়ে মানুষের লাশ আর ধ্বংসলীলার চিহ্ন মনে-মগজে গেঁথেই ছিল জাপানের মহিলা বিশ্বকাপ দলের। তা স্মরণে এনে জাপান তারকারা বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা জানাচ্ছিল নিজেদের প্রতিটি ম্যাচের আগে। আর মাঠে দেখায় এমন আকাঙ্ক্ষার যোগ্য ফুটবল। সেমিফাইনালে প্রবল প্রতিপক্ষ স্বাগতিক ও আগের দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে জাপান। দুইবার গোল খেয়ে পেছনে থেকে সমতায় ফেরে। ফাইনালে হারায় বিশ্ব র্যাঙ্কিংয়ের একনম্বর দল যুক্তরাষ্ট্রকে। আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার খেতাব গোল্ডেন বুট ও বল ওঠে অধিনায়ক হোমারে সাওয়ার হাতে। বছরের শেষটাও ফুটবলে বুঁদ হয়ে ছিল জাপান। এখানে ক্লাব বিশ্বকাপ আসরে নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসকে হারিয়ে এ কাপ জেতে বার্সেলোনা। মারাত্মক বিপর্যয় উতরে ফুটবলময় বছর কাটানো জাপানের ফিফা ফেয়ার প্লে পুরস্কারটা পাওনাই ছিল বলা যায়।
No comments