গাজায় ইসরায়েলের বিমান হামলা
ইসরায়েল গত রোববার রাতে গাজা উপত্যকায় দুইবার বিমান হামলা চালিয়েছে। হামাসের রকেট ও মর্টার হামলার জবাবে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। এ ছাড়া গত রোববার পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনের জন্য একটি হোটেলের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্র লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। এর আগে রোববার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস দুটি রকেট নিক্ষেপ করে।
এদিকে গত রোববার ইসরায়েল পূর্ব জেরুজালেমের একটি হোটেলের অংশবিশেষ গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়েছেন। ফিলিস্তিনি নেতৃত্ব জানায়, ইসরায়েল শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র হোটেল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘শান্তি আলোচনায় বাধা’ হিসেবে অভিহিত করেছে।
ইসরায়েলের দাবি, ওই হোটেলটির মালিকানা একটি ইহুদি-মার্কিন আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের। তবে ফিলিস্তিনিরা বলছে, হোটেলটিকে ইসরায়েল অবৈধভাবে দখল করেছে।
গতকাল সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্র লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। এর আগে রোববার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস দুটি রকেট নিক্ষেপ করে।
এদিকে গত রোববার ইসরায়েল পূর্ব জেরুজালেমের একটি হোটেলের অংশবিশেষ গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়েছেন। ফিলিস্তিনি নেতৃত্ব জানায়, ইসরায়েল শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র হোটেল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘শান্তি আলোচনায় বাধা’ হিসেবে অভিহিত করেছে।
ইসরায়েলের দাবি, ওই হোটেলটির মালিকানা একটি ইহুদি-মার্কিন আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের। তবে ফিলিস্তিনিরা বলছে, হোটেলটিকে ইসরায়েল অবৈধভাবে দখল করেছে।
No comments