মোসাদের গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের
ইরান গতকাল সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত কয়েকজন সন্ত্রাসী ও গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। এরা ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি গত বছরের জানুয়ারিতে তেহরান বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ডের জন্য ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করে আসছিল।
গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলের কয়েকজন গুপ্তচরকে আটক করেছে। তাদের কাছ থেকে মোসাদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাওয়া গেছে। মাসুদ আলী হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলের কয়েকজন গুপ্তচরকে আটক করেছে। তাদের কাছ থেকে মোসাদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাওয়া গেছে। মাসুদ আলী হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
No comments