আফগানিস্তানে পৃথক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত
আফগানিস্তানে গতকাল পৃথক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। রাজধানী কাবুলে সেনাবাহিনীর একটি বাসে আত্মঘাতী হামলায় পাঁচজন সেনা কর্মকর্তা ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন হামলাকারী মারা গেছেন। আহত হয়েছেন নয়জন। এদিকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সেনাবাহিনীর নিয়োগ কেন্দ্রে অপর আত্মঘাতী হামলায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কাবুলের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা কর্মকর্তারা প্রতিদিনের মতো বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন আত্মঘাতী হামলাকারী স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেনা কর্মকর্তারাও পাল্টা গুলি চালান। এতে দুই হামলাকারী নিহত হয়। অপর এক হামলাকারী তার দেহের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এতে পাঁচ সেনা ও তিন পুলিশের মৃত্যু হয়।
কুন্দুজ প্রদেশে চারজন আত্মঘাতী হামলাকারী একটি সামরিক নিয়োগ কেন্দ্রে হামলা চালালে দুই সেনা সদস্য নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কাবুলের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা কর্মকর্তারা প্রতিদিনের মতো বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন আত্মঘাতী হামলাকারী স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেনা কর্মকর্তারাও পাল্টা গুলি চালান। এতে দুই হামলাকারী নিহত হয়। অপর এক হামলাকারী তার দেহের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এতে পাঁচ সেনা ও তিন পুলিশের মৃত্যু হয়।
কুন্দুজ প্রদেশে চারজন আত্মঘাতী হামলাকারী একটি সামরিক নিয়োগ কেন্দ্রে হামলা চালালে দুই সেনা সদস্য নিহত হন।
No comments