আফগানিস্তানে চলতি বছর ৭০০ বিদেশি সেনা নিহত
আফগানিস্তানে ২০১০ সালে ৭০০ বিদেশি সেনা নিহত হয়েছে। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু হওয়ার পর দেশটিতে বিদেশি সেনার প্রাণহানির সংখ্যা এ বছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ২৭০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এদের দুই-তৃতীয়াংশই মার্কিন সেনা। ২০০৯ সালে আফগানিস্তানে ৫২১ জন বিদেশি সেনা নিহত হয়েছিল।
২০১০ সালে আফগানিস্তানে বিদেশি সেনা নিহত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি দেশটিতে এ বছর আফগান সেনা ও পুলিশের প্রাণহানির সংখ্যাও বেড়েছে। এ ছাড়া ২০১০ সালে তালেবান জঙ্গিদের হাতে সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০১৪ সাল নাগাদ দেশটির নিরাপত্তার দায়িত্ব স্থানীয় পুলিশ ও সেনাদের হাতে ন্যস্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে লিসবন বৈঠকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১১ সালের জুলাই মাস নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।
অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ২৭০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এদের দুই-তৃতীয়াংশই মার্কিন সেনা। ২০০৯ সালে আফগানিস্তানে ৫২১ জন বিদেশি সেনা নিহত হয়েছিল।
২০১০ সালে আফগানিস্তানে বিদেশি সেনা নিহত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি দেশটিতে এ বছর আফগান সেনা ও পুলিশের প্রাণহানির সংখ্যাও বেড়েছে। এ ছাড়া ২০১০ সালে তালেবান জঙ্গিদের হাতে সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০১৪ সাল নাগাদ দেশটির নিরাপত্তার দায়িত্ব স্থানীয় পুলিশ ও সেনাদের হাতে ন্যস্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে লিসবন বৈঠকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১১ সালের জুলাই মাস নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।
No comments