তেল নিঃসরণ বন্ধ করেছে বিপি
মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্রে গত এপ্রিলে বিস্ফোরণের পর এই প্রথম তেল বেরিয়ে আসা বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়েলস এ কথা ঘোষণা করেন। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষ না করা পর্যন্ত এ সাফল্য নিয়ে মেতে ওঠার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন বিপি কর্তৃপক্ষ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত সোমবার বিপির কর্মীরা দুর্ঘটনাকবলিত তেলক্ষেত্রের ছিদ্রে সফলভাবে নতুন একটি ছিপি আটকে দেন। এরপর তেল বেরিয়ে আসা বন্ধ হয়। তবে নতুন এই ছিপির স্থায়িত্ব ও কার্যকরতা নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
নতুন ছিপির পরীক্ষা শেষ করতে ৪৮ ঘণ্টা সময় লাগবে জানিয়ে কেন্ট বলেন, ‘উপসাগরে তেল ছড়িয়ে পড়ছে না দেখে আমি খুবই আনন্দিত।’ তেল বেরিয়ে আসা বন্ধ করার খবরকে ‘ইতিবাচক সংকেত’ অভিহিত করে ওবামা বলেন, ‘আমরা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছি।’
গত সোমবার বিপির কর্মীরা দুর্ঘটনাকবলিত তেলক্ষেত্রের ছিদ্রে সফলভাবে নতুন একটি ছিপি আটকে দেন। এরপর তেল বেরিয়ে আসা বন্ধ হয়। তবে নতুন এই ছিপির স্থায়িত্ব ও কার্যকরতা নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
নতুন ছিপির পরীক্ষা শেষ করতে ৪৮ ঘণ্টা সময় লাগবে জানিয়ে কেন্ট বলেন, ‘উপসাগরে তেল ছড়িয়ে পড়ছে না দেখে আমি খুবই আনন্দিত।’ তেল বেরিয়ে আসা বন্ধ করার খবরকে ‘ইতিবাচক সংকেত’ অভিহিত করে ওবামা বলেন, ‘আমরা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছি।’
No comments