ভারতের সঙ্গে আরও আলোচনার আহ্বান গিলানির
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভারতের সঙ্গে আরও আলোচনার আহ্বান জানিয়েছেন। শান্তি আলোচনায় উভয় দেশের সামগ্রিক সংকটের চেয়ে ভারত জঙ্গিবাদ নিয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় বলে গত শুক্রবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির অভিযোগের এক দিন পর প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
এদিকে চলতি সপ্তাহে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য শাহ মেহমুদ কোরেশিকে দায়ী করেছে ভারতের সংবাদপত্রগুলো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভারতের বিরুদ্ধে কোরেশির অভিযোগ সত্ত্বেও ভারত বৈঠকে ফিরে আসবে। লাহোরের কাছে বালোকিতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা উভয়েই সংলাপ চাই। কাজেই বৈঠকে বসলে সব বিষয়েই আলোচনা হবে।
এদিকে চলতি সপ্তাহে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য শাহ মেহমুদ কোরেশিকে দায়ী করেছে ভারতের সংবাদপত্রগুলো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভারতের বিরুদ্ধে কোরেশির অভিযোগ সত্ত্বেও ভারত বৈঠকে ফিরে আসবে। লাহোরের কাছে বালোকিতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা উভয়েই সংলাপ চাই। কাজেই বৈঠকে বসলে সব বিষয়েই আলোচনা হবে।
No comments